সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটারকে ধর্ষণ কাণ্ডে নয়া মোড়৷ অলিম্পিয়ান শুটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন জাতীয়স্তরের এক শুটার৷ গত ৪ ডিসেম্বর দিল্লির চাণক্যপুরী থানায় সঞ্জীব রাজপুতের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি৷ এবার খবর মিলল, শুটিং ন্যাশনালসের ফাইনালের দিন টুর্নামেন্ট ছেড়ে পালিয়ে গেলেন অভিযুক্ত শুটার৷
পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে শুটিং ন্যাশনালসের ফাইনালে নামার কথা ছিল অর্জুন পুরস্কারপ্রাপ্ত সঞ্জীবের৷ কিন্তু পুলিশ আসার আগেই তাঁকে বেধড়ক মারধর করেন নির্যাতিতা৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে আসার আগেই সেখান থেকে চম্পট দেন তিনি৷ পুণের হিঞ্জেওয়াড়ি থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷
লিখিত অভিযোগে আগেই জানা গিয়েছিল, মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে অংশ নেওয়া সঞ্জীব৷ কিন্তু কথা রাখেননি তিনি৷ উল্টে জন্মদিনে মহিলার খাবারে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন৷ এমনটাই দাবি ওই মহিলার৷ ঘটনার পর তিনি অভিযুক্ত সঞ্জীবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি ফোন তোলেননি৷ পরে শুটিং রেঞ্জে দু’জনের দেখা হলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ মহিলা শুটারের কথায়, শুটিং রাইফেল দিয়ে তাঁকে মেরে দুর্ঘটনা হিসেবে বিষয়টি তুলে ধরারও হুমকি দেন সঞ্জীব৷
The post শুটার ধর্ষণ কাণ্ডে পলাতক অর্জুন পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান appeared first on Sangbad Pratidin.