shono
Advertisement

ডেপুটি কালেক্টর হচ্ছেন অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু

চাকরির প্রস্তাবকে না ফিরিয়ে সৌজন্যতা দেখিয়েছেন দেশের গর্ব সিন্ধু। The post ডেপুটি কালেক্টর হচ্ছেন অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Feb 24, 2017Updated: 06:08 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে রুপো জিতে দেশকে গৌরবান্বিত করেছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিকের মঞ্চে রুপো জেতায় শুভেচ্ছা এবং পুরস্কারের বন্যায় ভেসে গিয়েছিলেন এই হায়দরাবাদি তরুণী। দেশে ফেরার পর তাঁকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্র সরকার তাদের প্রতিশ্রুতি রাখল। সেইসঙ্গে সিন্ধুও সরকারের দেওয়া ডেপুটি কালেক্টরের চাকরি গ্রহণ করলেন। শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছেন সিন্ধুর মা বিজয়া।

Advertisement

(১১ রানে ৭ উইকেট খুইয়ে ১০৫-এ অলআউট ভারত)

২১ বর্ষীয়া তরুণী সিন্ধু বর্তমানে ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেডের হায়দরাবাদ অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্পোর্টস) পদে কর্মরত। তাই সরকারি চাকরির যে খুব প্রয়োজনীয়তা তাঁর রয়েছে এমনটা বলা যায় না। তবুও চন্দ্রবাবু নায়ডু সরকারের দেওয়া চাকরির প্রস্তাবকে না ফিরিয়ে সৌজন্যতা দেখিয়েছেন দেশের গর্ব সিন্ধু। কর্ণম মালেশ্বরী, এম সি মেরি কম, সাইনা নেহওয়াল এবং সাক্ষী মালিকদের মতো তিনিও পদক জিতে দেশকে অলিম্পিকের মঞ্চে গৌরবান্বিত করেছেন। তাই তাঁকে সংবর্ধনা দিতে তেলেঙ্গানা সরকার ৫ কোটি টাকা এবং হায়দরাবাদে একটি জমি উপহার স্বরূপ দেয়। অন্ধ্র সরকার তাঁকে ৩ কোটি দেয়। তখনই মুখ্যমন্ত্রী নায়ডু তাঁকে অন্ধ্র প্রশাসনের গ্রুপ-১ অফিসার পদে চাকরির প্রস্তাব দিয়েছিলেন। তবে এদিন সেই চাকরি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সিন্ধু।

(দিল্লিতেই হবে বিশ্বকাপের ম্যাচ, জল্পনা উড়িয়ে জানালেন সেপ্পি)

The post ডেপুটি কালেক্টর হচ্ছেন অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement