সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব সিনেমায় ফের মি টু কাণ্ড। এবার ফ্রান্সের বিখ্যাত পরিচালক রেনে স্লেমেন্টের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী জেন ফন্ডা (Jane Fonda)। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে পরিচালক রেনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন ফন্ডা। অভিনেত্রী জানান, ”১৯৬৪ সালে জয় হাউস নামে একটি থ্রিলার ছবির শুটিংয়ের সময় পরিচালক আমার সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেন। সিনেমার এক যৌনদৃশ্যর অজুহাত দিয়ে পরিচালক তাঁর সঙ্গে সঙ্গম করার জন্য জোর করতে থাকেন।”
৮৪ বছরের এই অভিনেত্রী বলেন, সেই সময় আমার বয়স ছিল ২৭। আমি সিনেমা জগতে বেশ নতুন তখন। পরিচালকের ওই কথায় হতবাক হয়েছিলাম। এই ঘটনার কথা বলতে ভয় পেয়েছিলাম। আসলে পাঁচের দশকে পরিচালক রেনে খুবই উজ্জ্বল তারকা।
[আরও পড়ুন: ‘দেশদ্রোহীদের সমালোচনা করে রাতারাতি ৪০ কোটির কাজ হারিয়েছি’, ‘মাথায় বাজ’ কঙ্গনার!]
জেন ফন্ডাকে দেখা গিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বুক ক্লাব- দ্য নেক্সট চ্যাপ্টার’ ছবিতে। এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবির সিক্যুয়েল। এই ছবির প্রচারে এসেই মুখ খুললেন জেন ফন্ডা।