সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত দেব। বিরসা দাশগুপ্তর গোটা টিমের সঙ্গে এখন বেজায় ব্যস্ত টলিপাড়ার নতুন ‘ব্যোমকেশ’। এদিকে গত ২৪ ঘণ্টা ধরে ‘হ্যাকড’ হয়ে রয়েছে টলিউড সুপারস্টারের ইউটিউব চ্যানেল। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে নেটপাড়ার।
ঠিক কী ঘটেছে? দেখা গিয়েছে, সাংসদ-অভিনেতার প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’-এর ইউটিউব চ্যানেলে একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিও। বৃহস্পতিবার রাতেই দেব-অনুরাগীদের চোখে পড়ে এমন অদ্ভূত ঘটনা। এরপরই সমাজ মাধ্যমের পাতায় দাবি ওঠে যে, দেবের ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে।
[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]
হোমপেজের প্রথমেই ‘প্রজাপতি’র ট্রেলার। এরপরই একাধিক সফটওয়্যার সম্পর্কিত ভিডিও। বর্তমানে অবশ্য এরকম ঘটনা আকছারই ঘটছে। তবে সুপারস্টার-সাংসদের চ্যানেল হ্যাকড হওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরা। একাংশের আশঙ্কা, এরপর যদি সেই ইউটিউব চ্যানেল থেকে কোনও কুরুচিকর ভিডিও পোস্ট করা হয়, তাহলে দেবের মানহানি হতে পারে! কিংবা বিতর্কিত কোনও কন্টেন্ট আপলোড হলে এই চ্যানেল টার্মিনেটেড হতে পারে। অতীতে এমন ঘটনার সাক্ষী কিন্তু বহু তারকারাই থেকেছে।
[আরও পড়ুন: বউমাকে টেক্কা শাশুড়ির! আলিয়ার ৩৭ কোটির বাংলোর পরই বিলাসবহুল বাড়ি কিনলেন নীতু সিং]
এই সমস্যার সমাধানের জন্য এখনও কোনওরকম পদক্ষেপ দেবের টিমের তরফে করা হয়েছে কিনা? তা জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি। উল্লেখ্য, দেব বর্তমানে ব্যোমকেশ-এর শুটিংয়ে মধ্যপ্রদেশে। সম্প্রতি সেখান থেকেই গোটা টিমের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেছিলেন সাংসদ-অভিনেতা।