সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়াতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে অভিনেতা ওম পুরি৷ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পাক অভিনেতাদের ভারতে ব্যান করার বিষয়ে আলোচনা করতে গিয়ে এদিন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতা৷ দেশে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে অভিনেতা বলেন, “পাক অভিনেতা-অভিনেত্রীরা ভারতে কাজ করতে এসেছেন বৈধ ভিসা নিয়ে৷ তাঁদের কাজ করতে না দেওয়ার আমরা কে? যদি একান্তই ভারত সরকার তাঁদের এদেশে কাজ করতে দিতে না চান তবে তাঁদের ভিসা বাতিল করে দেওয়া হোক৷” শুধু তাই নয়, এদিন উরি জঙ্গি হামলায় ১৯ জন জঙ্গির মৃত্যুর প্রসঙ্গে অভিনেতা বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সেনাবাহিনীতে যোগ দিতে কে বলেছে? নিজেদের হাতে বন্দুক তুলে নিতে কে বলেছে?” শহিদ জওয়ানদের বিষয়ে এহেন মন্তব্যের কারণে তাঁর বিরোধিতা করেন টেলিভিশন চ্যানেলের সঞ্চালক এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিরা৷
এরপর ভারত-পাক আলোচনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, “আপনাদের জন্য ভারত-পাক সম্পর্ক ইজরায়েল-প্যালেস্তাইনের মতো হয়ে যাবে৷ যাঁরা ক্রমাগত লড়াই করতে থাকবে৷”
ওম পুরির এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে স্বভাবতই বিতর্কের পারদ চড়েছে৷ ভারত-পাক উত্তপ্ত সামরিক পরিস্থিতি যেখানে ঘুম কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের, সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে নিজের ভাই বললেন অভিনেতা৷ পাশাপাশি পাক শিল্পীদের প্রশংসা এবং বর্তমান পরিস্থিতির জন্য ভারতকেই পরোক্ষভাবে দায়ী করে কী প্রমাণ করতে চাইলেন তিনি তা নিয়েই প্রশ্ন তুলছে বিশিষ্টমহল৷