সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শুটিং। আর প্রথম দিনই শুটিং ফ্লোরে দুর্ঘটনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফ্লোরে একটি কাচ ভাঙার দৃশ্যের শুটিং চলার সময় আহত হন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ই। সংবাদমাধ্যমকে, টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, ভাঙা কাচে সারা শরীর ও গাল, মুখ কেটে একাকার। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। অভিনেতার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। চিকিৎসকের কথায়, বাড়িতে বিশ্রামেই রয়েছেন তিনি। জানা গিয়েছে, ফাল্গুনীপুত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায়ই তাঁকে হাসপাতালে নিয়ে যান।

অভিনেতা সংবাদমাধ্যমকে আরও জানান, ''চিকিৎসক আমাকে শুধু স্নান করতে বারণ করেছেন। তবে এই গরমে এটা কীভাবে সম্ভব, তা বুঝতে পারছি না। অভিনেতার কথায়, পরিবারের লোকজন চাইছেন কয়েকদিন বিশ্রামেই থাকুন তিনি। কিন্তু অভিনেতা ফাল্গুণীর স্পষ্ট উত্তর, ''কাল থেকে যথাসময়ে শুটিংয়ে পৌঁছে যাব।''
[আরও পড়ুন: দোকান থেকে চুরি করেই দৌড়! নিজের আজব কীর্তি ফাঁস করলেন জাহ্নবী]
সৃজিত তাঁর এই ছবিতে একফ্রেমে আনতে চলেছেন অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের। সূত্রের খবর, মন্দারমণিতে শুটিংয়ে পর রাতে পার্ক স্ট্রিট ও হাওড়া ব্রিজে শুটিং হওয়ার কথা এই ছবির।
সৃজিত তাঁর ‘বাইশে শ্রাবণ’ ছবির গানের জনপ্রিয় লাইনের নামেই ছবির নামকরণ করেছেন। ছবি তৈরির খবর প্রকাশ্যে আসার পর গুঞ্জনে এসেছিল অনির্বাণ ভট্টাচার্যের জায়গায় পরমব্রত আসছেন, সেই জল্পনাই সত্যি হল। এসভিএফের প্রযোজনায় আসছে সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।
[আরও পড়ুন: চাবুক শরীর, শার্টলেস ছবিতে নেটপাড়ায় ঝড় তুলতে ওস্তাদ সোনাক্ষীর ‘হবু বর’ জাহির]