সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাদা ফুল হাতা টিশার্ট। পোশাকে আঁকা লাল রঙের ক্রশ চিহ্ন। ছেলে আরিয়ানের পোশাক ব্র্য়ান্ডের জামা পরেই হাজির হলেন শাহরুখ (Shahrukh Khan)। একদিকে তাঁর জন্মদিন, অন্যদিকে ডাঙ্কির টিজার। ফ্যান ক্লাবের মঞ্চে উঠে প্রথমেই যেটা করলেন শাহরুখ, তা দেখে কে বলবে, তাঁর ৫৮ বছর বয়স! শাহরুখ আসলেন, বেজে উঠল পাঠান ছবির গান। ব্যস, শাহরুখকে দেখে কে! ‘ঝুমে জো পাঠানে’র সুরে চেনা কায়দায় নাচলেন বলিউড বাদশা।
সোশাল মিডিয়ায় সেই নাচের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ নিজেই। আর সেই ভিডিও আপলোড করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন কিং খান।
শাহরুখ লিখলেন, ”তোমাদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন সব সময়ই আমার কাছে স্পেশাল। ধন্যবাদ আজকের দিনটাকে উজ্জ্বল করে তোলার জন্য।”
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
ডাঙ্কি ছবির এক ঝলকেই নজর কাড়লেন শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে শাহরুখের নতুন অবতার দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে শাহরুখ ভক্তদের মধ্যে। একে তো বাদশার জন্মদিন, অন্যদিকে প্রকাশ্য়ে ডাঙ্কির টিজার। সব মিলিয়ে মুম্বই জুড়ে এক আলাদাই উত্তাপ।
জন্মদিনে ফ্যানদের সঙ্গে দেখা করবেন না শাহরুখ, তা হতেই পারে না। এই যেমন, গতকাল রাতেই ‘মন্নতে’র ছাদে এসে ফ্যানদের দেখা দিয়েছেন বলিউড বাদশা। তার পর বৃহস্পতিবার বিকেল বেলা পৌঁছলেন অনুরাগীদের সঙ্গে দেখা করতে। যেখানে ডাঙ্কি নিয়ে নানা কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শাহরুখ। সঙ্গে ছিলেন পরিচালক রাজকুমার হিরানিও।
ডাঙ্কি প্রসঙ্গে শাহরুখ বললেন, ”রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার অনেক দিনের ইচ্ছে ছিল। কিন্তু সেই মুন্নাভাই থেকে শুরু, আমাকে কোনও সিনেমাতেই নিচ্ছিলেন না হিরানি। অবশেষে ডাঙ্কির জন্য রাজি হন। আমি হিরানিকে বলেছিলাম, অন্য কোনও নায়কের সঙ্গে দেখা করবেন না। এই ছবিটা আমার চাই।”
শাহরুখ আরও বলেন, ”হিরানির এই ছবিতে আমি হিরো নই। ডাঙ্কি ছবির আসল নায়ক হল গল্প। বলা ভালো, আমরা সবাই নায়ক। আমি, তাপসী পান্নু, ভিকি কৌশল সবাই এই ছবির একেক জন গুরুত্বপূর্ণ অংশ। ডাঙ্কি আসলে মুক্তোর মালার মতো, আমরা সেই মালার একেকটা মুক্ত, যা গেঁথেছেন রাজকুমার হিরানি।”
[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে]