shono
Advertisement
Prabir Mitra

হাসপাতালে প্রবীর মিত্র, কেমন আছেন ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এর নায়ক?

ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ বাংলাদেশি অভিনেতা।
Published By: Suparna MajumderPosted: 07:48 PM Jan 04, 2025Updated: 09:07 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রবীণ বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্র। তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে। ঋত্বিক ঘটক পরিচালিত 'তিতাস একটি নদীর নাম' সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এখন তাঁর বয়স ৮৩। সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক শারীরিক সমস্যা রয়েছে প্রবীরবাবুর।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান তারকাকে রাখা হয়েছে এইচডিইউতে (হাই ডিপেন্ডেসি ইউনিট)।

Advertisement

ছবি: সংগৃহীত

গত ২২ ডিসেম্বর ঢাকার এক বেসরকারি হাসপাতালে প্রবীর মিত্রকে ভর্তি করা হয়। এমনটাই জানা গিয়েছে। শনিবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে তারকার ছেলে সিফাত ইসলাম জানান, একাধিক বার্ধক্যজনিত সমস্যা রয়েছে প্রবীরবাবুর। শারীরিক জটিলতা বেড়ে যাওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল বেশ কম প্রবীণ তারকার।

সিফাতের বক্তব্য অনুযায়ী, হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রবীর মিত্রকে আইসিউতে রাখা হয়। সেখান থেকে একবার কেবিনে দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান তারকাকে এখন এইচডিইউতে রাখা হয়েছে। তাঁর ব্লাড লস হচ্ছে। সেই সঙ্গে প্লেটলেটও কমে যাচ্ছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

চারের দশকে কুমিল্লায় জন্ম প্রবীর মিত্রর। তার বেড়ে ওঠা ঢাকা শহরে। স্কুলজীবন থেকেই নাট্যচর্চা শুরু হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে 'জলছবি' সিনেমার মাধ্যমে ঢালিউডে সফর শুরু করেন প্রবীর মিত্র। 'তিতাস একটি নদীর নাম' মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। ছবিতে কিশোরের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশি তারকা। ওপার বাংলায় তাঁর সিনেমার সংখ্যা প্রায় চারশো। পেয়েছেন সেদেশের জাতীয় পুরস্কার, লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান। বিপদ কাটিয়ে তারকা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতালে প্রবীণ বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্র।
  • ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এর নায়কের অবস্থা সংকটজনক।
Advertisement