shono
Advertisement
Tahsan

রোজাকে কাছে টেনে নতুন জীবনের অঙ্গীকার তাহসানের, বিয়ে নিয়ে কী লিখলেন মিথিলার প্রাক্তন?

ভালোবাসায় মোড়া ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ওপার বাংলার তারকা।
Published By: Suparna MajumderPosted: 06:27 PM Jan 04, 2025Updated: 09:12 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে একাকীত্ব ঘুচল। রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর সংসারী হলেন বাংলাদেশি তারকা তাহসান রহমান খান, এমনটাই শোনা গিয়েছে। ওপার বাংলার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে মন দিয়েছেন তাহসান। তার সঙ্গেই নতুন জীবনের অঙ্গীকার করলেন। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। আর ক্যাপশনে লিখলেন মনের কথা।

Advertisement

তাহসান-রোজার বিয়ের খবর আগেই রটে গিয়েছিল। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ছবি। সেই ছবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে তাহসান জানিয়েছিলেন, ছবিটি শুক্রবারের ঘরোয়া অনুষ্ঠানের। তাঁর ও রোজার বিয়ে সংক্রান্ত বিষয়টি জানা যাবে শনিবার সন্ধ্যায়।

যথা সময়ে নিজের ও রোজার ভালোবাসায় মোড়া ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বাংলাদেশি গায়ক-অভিনেতা। রোজার হাতে হাত রেখেই যেন নিজেকে হারালেন প্রেমদরিয়ায়। আর ক্যাপশনে লিখলেন নিজের গানের কথা,
'কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?'

ছবি: ফেসবুক

জানা গিয়েছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে পড়াশোনা তাঁর। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় রোজা। উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদ ঘোষণা করেন তাহসান। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এবার তাহসান রোজার সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ালেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাহসান-রোজার বিয়ের খবর আগেই রটে গিয়েছিল। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ছবি।
  • তাহসান জানিয়েছিলেন, ছবিটি শুক্রবারের ঘরোয়া অনুষ্ঠানের। তাঁর ও রোজার বিয়ে সংক্রান্ত বিষয়টি জানা যাবে শনিবার সন্ধ্যায়।
Advertisement