shono
Advertisement
Sholay

৪৯ বছর পর প্রকাশ্যে ‘শোলে’র বাদ যাওয়া দৃশ্য, কেন সেন্সরের ছাড়পত্র পায়নি?

ছবি ঘিরে তুমুল হইচই নেটপাড়ায়।
Published By: Suparna MajumderPosted: 07:00 PM Jan 04, 2025Updated: 09:10 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিতনে আদমি থে?’, 'বাসন্তী ইন কুত্তো কে সামনে মত নাচনা'--- এক 'শোলে'র কতই না জনপ্রিয় সংলাপ। এখনও সিনেপ্রেমীদের কথায় ঘুরেফিরে আসে নানা দৃশ্যের কথা। কিন্তু একটি দৃশ্য রয়ে গিয়েছিল অগোচরে। সেন্সরের কাঁচিতে তা আর সিনেমা হলের পর্দা পর্যন্ত পৌঁছতে পারেনি। দীর্ঘ ৪৯ বছর পর প্রকাশ্যে ‘শোলে’র সেই বাদ যাওয়া দৃশ্য। আর তা নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়।

Advertisement

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত 'শোলে'। প্রায় আড়াই বছর ধরে ছবির শুটিং হয়েছিল। আউটডোর শুটের বেশিরভাগটাই হয় কর্ণাটকের রামনগরে। সেন্সর বোর্ডের কোপে ছবির একাধিক দৃশ্য বাদ যায়। তারই মধ্যে এটি একটি। যেখানে রহিম চাচার ছেলে আহমেদকে নির্মমভাবে হত্যা করে গব্বর সিং।

সাদা-কালো যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আহমেদের চুলের মুঠি ধরে তাকে খুন করতে উদ্যত গব্বর সিং। গব্বরের চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন আমজাদ খান। আর আহমেদের চরিত্রটি করেছিলেন মারাঠি তারকা শচীন পিলগাওকর। তৎকালীন সেন্সর কর্তাদের মনে হয়েছিল আমজাদ ও শচীনের এই দৃশ্যটি অত্যন্ত হিংসাত্মক। সেই কারণেই তা সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

হিংসার অভিযোগে এমন একাধিক দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন 'শোলে' মুক্তি পেয়েছিল তখন সিনেমার দৈর্ঘ্য ছিল ১৯৮ মিনিট অর্থাৎ তিন ঘণ্টারও বেশি। অনেক পরে ১৯৯০ সালে ২০৪ মিনিটের আনকাট সিনেমা প্রকাশ করা হয়। তবে ১৯৭৫ সালের রিলিজের পরপরই হিট হয়নি 'শোলে'। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া বচ্চন, আমজাদ খানের মতো তারকা থাকা সত্ত্বেও প্রথমের দিকে সিনেমা হলে তেমন ভিড় হয়নি। ধীরে ধীরে মানুষের প্রশংসায় ভিড় বাড়তে থাকে। বাকিটা ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০১৪ সালে 'শোলে' 3D ফরম্যাটেও মুক্তি পেয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাদা-কালো যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আহমেদের চুলের মুঠি ধরে তাকে খুন করতে উদ্যত গব্বর সিং।
  • তৎকালীন সেন্সর কর্তাদের মনে হয়েছিল আমজাদ ও শচীনের এই দৃশ্যটি অত্যন্ত হিংসাত্মক। সেই কারণেই তা সিনেমা থেকে বাদ দেওয়া হয়।
Advertisement