shono
Advertisement

Breaking News

ছেলে করণের মেহেন্দিতে বিশেষ চমক, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন সানি দেওল

হাতে আঁকা শিখ, হিন্দু, মুসসিম এবং খ্রীস্টান ধর্মের প্রতীক।
Posted: 01:56 PM Jun 16, 2023Updated: 02:05 PM Jun 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার, ১৩ জুন রোকা সম্পন্ন করলেন করণ দেওল। মাস খানেক আগেই বাগদান পর্ব সেরেছেন। কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্যকে বিয়ে করছেন সানিপুত্র করণ। এবার পাকা কথা, মেহেন্দির অনুষ্ঠানও হয়ে গেল। ভাইয়ের মেয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক অনীক দত্ত। তবে করণ-দৃশার মেহেন্দির দিন নজর কাড়লেন বাবা সানি দেওল।

Advertisement

ছেলে করণ যেখানে ‘হবু স্ত্রী’ দৃশার নাম হাতে লিখেছেন, সেখানে বাবা সানি দেওল মেহেন্দির ডিজাইনে ফুটে উঠল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। গদর ২ সিনেমার প্রচার নিয়ে বলিউডের অ্যাংরি ইয়াংম্যান এখন বেজায় ব্যস্ত। তার প্রাক্কালেই সানি দেওলের হাতের মেহেন্দিতে যে ডিজাইন দেখা গেল, তাতে সরগরম নেটপাড়া। পর্দার ‘তারা সিং’য়ের হাতে দেখা গেল, শিখ, হিন্দু, মুসসিম এবং খ্রীস্টান ধর্মের প্রতীক। হাতের তালুতে ওম, ক্রস চিহ্নের পাশাপাশি চাঁদ-তারাও মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন সানি দেওল। আয়োজনের দিকেও কড়া নজর রেখেছিলেন বাবা-অভিনেতা খোদ। এমন মিষ্টি আচরণে মুগ্ধ অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন স্বয়ং ‘বজরংবলী’! হলের বাইরে পুড়ল আতসবাজি]

প্রসঙ্গত, করণ-দৃশার রোকা ও মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন দুই কাকা অভয় দেওল ও ববি দেওল। ঠাকুরদা ধর্মেন্দ্রও নাতির প্রাক-বিবাহ অনুষ্ঠানে জমিয়ে আনন্দ করলেন। সানি-ববিদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে বাবা সানি দেওলের পরিচালনায় ‘পল পল দিলকে পাস’ ছবি দিয়েই বলিউডে শিকে ছিঁড়েছেন করণ দেওল। ছবি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, প্রশংসিত হয় তাঁর অভিনয়। এরপর ‘ভেইল্লে’ ছবিতে করণকে দেখা যায়। তবে কখনও সেই সিনেমা হলে এল, আর বিদায় নিল, তা মনে করা শক্ত! তবে কেরিয়ার গ্রাফ যেমনই হোক না কেন, ব্যক্তিগত জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন করণ দেওল। তবে ছেলের মেহেন্দিতে নজর কাড়লেন সানি দেওল। 

[আরও পড়ুন: ‘জিহাদেই জন্নত’, ভাবাবেগে আঘাত! ‘৭২ হুঁরে’ নিয়ে ক্ষোভে ফুঁসছে কাশ্মীরের মুসলিম নেতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement