shono
Advertisement
SRK

হুডিতে ঢাকা মুখ, ভোররাতে চুপিচুপি জামনগর থেকে মুম্বই ফিরলেন শাহরুখ, কেন লুকোচ্ছেন?

জামমনগরে জমজমাট বর্ষবরণ উদযাপন, ভোররাতে আরমোড়া ভেঙে মুম্বই ফিরলেন বাদশা।
Published By: Sandipta BhanjaPosted: 09:51 AM Jan 03, 2025Updated: 09:51 AM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ ডিসেম্বর, গত রবিবারই হুডিতে মুখ ঢেকে জামনগরে গিয়েছিলেন। সেটাও মুম্বইয়ের প্রাইভেট বিমাবনবন্দর কালিনা থেকে। শুক্রবার ভোররাতে যখন আম্বানিদের ভান্তারা থেকে চুপচুপি ফিরলেন, তখনও জোব্বা হুডির আড়ালেই মুখ ঢেকে রাখলেন কিং খান। পাপারাজ্জিদের দর্শন দেওয়া তো দূর অস্ত, হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা পর্যন্ত জানালেন না। কিন্তু বারবার কেন নিজেকে এত অন্তরালে রাখার চেষ্টা শাহরুখের?

Advertisement

শুক্রবার ভোররাতে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার হতেই প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। শাহরুখের সঙ্গে দেখা গেল স্ত্রী গৌরী খান, ছোটছেলে অ্যাব্রামকে। আম্বানিদের জামনগরের ভান্তারাতেই বর্ষবরণের রাতটা কাটিয়েছেন তাঁরা। নতুন বছরের পয়লা দিনও তাঁদের কেটেছে আম্বানিদের অতিথি আপ্যায়ণেই। তবে যতই মুখ লুকোন না কেন, হুডির আড়ালে থাকলেও ফটোশিকারিরা বাদশার ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। গৌরী-অ্যাব্রামকেও দেখা যায় শাহরুখের সঙ্গে বিমানবন্দরে থেকে বেরতে। বাদশার মন্যানেজার পূজা দাদলানিও ছিল। শাহরুখকে দেখেই নিরাপত্তার জন্য এয়ারপোর্টের ম্যানেজাররা ছাতা ঢেকে ফেলেন তাঁকে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন শাহরুখ নিজেকে অন্তরালে রাখছেন?


আসলে গত নভেম্বর মাসে একইদিনে সকালে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রাতে সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি দেওয়া হয়েছিল। শোনা গিয়েছিল, দুই খানের ২৪ ঘণ্টার গতিবিধির উপর নজর রেখেই নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পর থেকে শাহরুখ-সলমন দুজনেই লাইমলাইট থেকে দূরে থাকছেন। দুই খানের কেউই চলতি বছরে তাঁদের জন্মদিনে ‘বাদশাহী’ কিংবা ‘সুলতানি’ মেজাজে প্রাসাদোপম বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েননি। বরং মায়ানগরীর মায়া কাটিয়ে সলমন সপরিবারে চলে গিয়েছিলেন আম্বানিদের জামনগরের পাঁচাতারা বাড়িতে। শাহরুখ-গৌরীও সেখানেই বর্ষবরণ উদযাপন করলেন। এদিকে বাদশার নতুন ছবি কিং আসছে। তার জন্যেও নয়া লুকে ধরা দিতে পারেন তিনি। আর সেই প্রেক্ষিতেই হয়তো পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিতে চাইছেন না বলিউড সুপারস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ ডিসেম্বর, গত রবিবারই হুডিতে মুখ ঢেকে জামনগরে গিয়েছিলেন।
  • পাপারাজ্জিদের দর্শন দেওয়া তো দূর অস্ত, হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা পর্যন্ত জানালেন না।
  • কিন্তু বারবার কেন নিজেকে এত অন্তরালে রাখার চেষ্টা শাহরুখের?
Advertisement