shono
Advertisement

Breaking News

‘আমরা মামা হব কবে?’ সাংবাদিকদের প্রশ্নে হতভম্ব কৌশানী

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানীর এই ভিডিও।
Posted: 10:13 AM Feb 16, 2024Updated: 01:41 PM Feb 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা মামা হচ্ছি কবে? বাংলাদেশে পৌঁছে এমনই এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাঁকে যে কখনও এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা কখনই আন্দাজ করতে পারেননি কৌশানী। তবে অভিনেত্রী প্রথমে থমকে গেলেও, পরে উচিত জবাব দেন সাংবাদিকদের।

Advertisement

বিষয়টা বিশদে বলা যাক। সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে ওপার বাংলায় গিয়েছেন কৌশানী। সেখানেই সাংবাদিকরা কৌশানীকে সামনে পেয়ে হঠাৎই জিজ্ঞাসা করে বসেন, ‘আমরা মামা হবো কবে!’ প্রথমে সাংবাদিকদের প্রশ্ন শুনে চমকে ওঠেন কৌশানী। তার পর হেসে ফেলে কৌশানী বলেন, ”ওমা একি! বিয়ে হল না, এখনই এসব কথা। বিয়ে হল না, তোমরা তো আরও দূরে ভেবে ফেলেছো। এত তাড়িতাড়ি বিয়ে করার দরকার নেই। আগে কেরিয়ার।” সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানীর এই ভিডিও।

[আরও পড়ুন: রণবীর-আলিয়ার বাড়িতে ঢুকেই পার্টি তছনছ করে দিলেন শাহরুখ! দেখুন লঙ্কাকাণ্ডের ভিডিও]

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে কৌশানীর নতুন এই ছবির শুটিং। এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অল্প শুটিংয়ের পর এই ছবি ছেড়ে দেন মাহি। এর আগে বাংলাদেশের ‘প্রিয়া রে’ ছবিতে কাজ করেছেন কৌশানী। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি।

[আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ! থানায় ছুটলেন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতীশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement