shono
Advertisement

মুম্বইয়েও এবার থিমের চমক, অভিজিৎ-রানির বাড়ির পুজো সাজছে নবরূপে

দেখুন দুই তারকার পুজোর এক্সক্লুসিভ ছবি। The post মুম্বইয়েও এবার থিমের চমক, অভিজিৎ-রানির বাড়ির পুজো সাজছে নবরূপে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM Oct 01, 2019Updated: 04:45 PM Oct 01, 2019

তপন বকসি, মুম্বই: শারদোৎসবের আমেজ বাংলা ছাড়িয়ে শুরু হয়ে গিয়েছে আরব সাগরের তীরে স্বপ্ননগরী মুম্বইতেও। বাঙালি বলিউড সেলেব ব্রিগেডও সেই আনন্দে মেতেছেন। মা’কে স্বাগত জানানোর প্রস্তুতি তাঁদের তুঙ্গে। রানি মুখোপাধ্যায় থেকে গায়ক অভিজিৎ, কাকে ছেড়ে কার কথা বলব! কেমন প্রস্তুতি চলছে? মন্ডপ কতদূর? অষ্টমীর মেনুতেই বা কী কী রয়েছে? যাবতীয় খুঁটিনাটি জানতে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর তরফে ঢুঁ মারা হল সেলেবদের অন্দরে।

Advertisement

[আরও পড়ুন:  অনুরাগের ছবিতে শাহরুখ? জোর জল্পনা বলিউডে]

গায়ক অভিজিতের বাড়ির পুজো এবারে চব্বিশ বছরে পড়ল। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে গায়ক অভিজিৎ জানালেন মন্ডপসজ্জার কথা। তিনি বলেন, “জানেনই তো সো কলড থিমে আমি বিশ্বাস করি না। আমার পুজো হল ট্র‍্যাডিশনালি রিচ। ঐতিহ্যের সঙ্গে আভিজাত্যের মিশেল। এবার নতুন একটা আইডিয়া প্রয়োগ করছি। মায়ের মূর্তি যেমন হয়, তেমনই হবে। কিন্তু প্যান্ডেলের ভিতরে ইন্টিরিয়রে থাকবে পাতার সমারোহ। পাতা দিয়ে কীভাবে প্যান্ডেল সাজানো যায়, সেটাই দেখাব।” মুম্বইয়ের আন্ধেরিতে অভিজিতের দুর্গাপুজোর নাম ‘লোখন্ডওয়ালা দুর্গোৎসব’। ৭ দিন ধরে এই পুজো চলে। দশমীতে মূর্তি বিসর্জন হয় না। তার বদলে ভোগের জন্য সেদিন তৈরি হয় স্পেশ্যাল মেনু। খিচুড়ির বদলে সেদিন দর্শনার্থীদের দেওয়া হয় পোলাও। বিসর্জন হয় একাদশীতে। কলকাতার অমিত পাল তৈরি করেন প্রতিমা। ফি বছর ঢাকিরা আসেন পশ্চিম বাংলার মুর্শিদাবাদ থেকে। ৪০ জন ঢাকি আসেন। চলে ঢাকের তালে ধুনুচি নাচ। বসে বাউল গানের আসরও। মুম্বইয়ের রূপসী বাঙালি মেয়েদের ধুনুচি নাচ দেখার মতো।

অভিজিতের দুর্গাপ্রতিমা

তবে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এত আগে থেকে রহস্য ফাঁস করতে চান না অভিজিৎ। জানালেন, “শুধু বলছি এবারে একটার বদলে দুটো স্টেজ হচ্ছে। বাকিটা তোলা থাক আগামী দিনের জন্য।” অভিজিতের পুজোয় ৭ দিনে লোক হয় ৪ থেকে ৫ লক্ষ। “মুম্বই আর মুম্বইয়ের মানুষদের কাছে আমাদের পুজো তো বেঞ্চমার্ক হয়ে গিয়েছে। এই ধারা মেনটেইন করাই আমাদের প্রধান কাজ এখন,” লোখন্ডওয়ালার প্যান্ডেলে বসে জানালেন অভিজিৎ।

অভিজিতের পুজোয় পাতা দিয়ে মণ্ডপসজ্জা

এবার আসা যাক রানী মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয়। মুম্বইয়ে ‘মুখার্জিদের দুর্গাপুজো’র একটি পোশাকি নাম আছে- ‘নর্থ বম্বে সর্বজনীন’। এবার তার ৭২ বছর। সভাপতি হিন্দি ছবির বিশিষ্ট প্রযোজক-পরিচালক প্রয়াত শশধর মুখোপাধ্যায়ের বড় ছেলে রণদেব মুখোপাধ্যায়। রণদেবের ছেলে সম্রাট জানালেন, “আমরা জুহুর টিউলিপ স্টার হোটেলের একটা বড় অঞ্চল নিয়ে পুজো করি। এবারেও ওখানেই করব। আমাদের এবারের পুজোর থিম হল স্টোন কাট মন্দিরের থিম। সাধারণত এই ধরনের মন্দির দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়।”

[আরও পড়ুন:  হিমেশের স্টুডিওতে এবার উদিত নারায়ণের সঙ্গে ডুয়েট গাইলেন বাংলার রানু ]

মুখার্জিদের দুর্গাপুজো’

‘মুখার্জিদের দুর্গাপুজো’ পুজো ৫ দিন চলে। এবারে এঁদের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রীতম তাঁর ব্যান্ড নিয়ে গান গাইবেন। গাইবেন সুনিধি চৌহান, উদিত নারায়নেরাও। আর কাজল? “অবশ্যই আসবে। অন্যান্য বারের মতোই দুপুরের ভোগ পরিবেশন করতে। আর রানিও আসবে মেয়ে আদিরাকে নিয়ে অঞ্জলি দিতে”, জানালেন সম্রাট।

ছবি তুলেছেন- রূপেশ সুর্ভে

The post মুম্বইয়েও এবার থিমের চমক, অভিজিৎ-রানির বাড়ির পুজো সাজছে নবরূপে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement