সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মতো ঐতিহাসিক ও নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন তা নাকি আগে থেকেই জানতেন দুই বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি এবং গৌতম আদানি৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক ভবানী সিং রাজাওয়াত৷ অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও-য় এই বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে৷ ভিডিওটি ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ রাজপুত বিধায়কের করা এই মন্ত্যব্যের জেরে নড়ে উঠেছে দিল্লিও৷ বিজেপি ওই বিধায়কের থেকে দূরত্ব বাড়িয়ে মুখে কুলুপ এঁটেছে৷
প্রশ্ন উঠেছে, এমন বেফাঁস ও দলবিরোধী মন্তব্য করার জন্য বিধায়ক রাজাওয়াতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি৷ স্থানীয় টিভি চ্যানেলগুলি বার বার তাঁর মন্তব্য সম্প্রচার করার পর পিছু হটে রাজাওয়াত বলেন, তিনি এমন ভুলভাল কথা বলেনইনি৷ তাঁর মন্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে৷ ঠিক কী বলেছেন রাজাওয়াত? একাধিক সংবাদ চ্যানেলে সম্প্রচারিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাজাওয়াত হাত তুলে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “নোট বাতিলের আগে সরকারের পক্ষ থেকে আদানি ও আম্বানিকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল এরকমই একটা কড়া পদক্ষেপ সরকার নিতে চলেছে৷ ফলে এই দু’জন আগে থেকেই সব জানতেন৷ তাই তাঁরা তড়িঘড়ি নিজেদের কালো টাকা ঠিক জায়গায় জমা দিয়ে ও বিনিয়োগ করে সাদা করে নিয়েছেন৷”
দেখুন সেই বিস্ফোরক ভিডিও:
#WATCH: BJP MLA from Rajasthan’s Kota Bhawani Singh claims Ambani & Adani had prior knowledge of the #DeMonetisation of Rs 500 & 1,000 notes pic.twitter.com/L8FRp1NofD
— ANI (@ANI_news) November 17, 2016
The post নোট বাতিল হবে জানতেন আম্বানি ও আদানি, দাবি বিজেপি বিধায়কের appeared first on Sangbad Pratidin.