shono
Advertisement

চিনকে হারিয়ে অর্থনৈতিক বৃদ্ধির সূচকে এশিয়া মহাদেশের শীর্ষে ভারত

ড্রাগনের দেশকে টেক্কা ভারতের। The post চিনকে হারিয়ে অর্থনৈতিক বৃদ্ধির সূচকে এশিয়া মহাদেশের শীর্ষে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM May 06, 2018Updated: 03:32 PM May 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধির সূচকে এবার চিনকে হারিয়ে এশিয়া মহাদেশের শীর্ষে উঠে আসতে চলেছে ভারত৷ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের প্রধান টেকহিকো নাকো জানান, ২০১৮ সালে ভারতের বৃদ্ধির হার ৭.৩ শতাংশে পৌঁছবে৷ ভারতের বৃদ্ধির হারের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে চিন৷ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের নয়া রিপোর্ট বলছে, ২০১৮ সালে চিনের বৃদ্ধির হার ভারতের তুলনায় ০.৬ শতাংশ কমে দাঁড়াতে পারে ৬.৬ শতাংশে৷

Advertisement

শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ৫১তম বার্ষিক সম্মেলন৷ এদিনের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণে টেকহিকো নাকো এশিয়া মহাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন৷ কোন কোন ক্ষেত্রে সমস্যা থাকেই যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে আরও গুরুত্ব বাড়াতে হবে, তা নিয়েও বিস্তারিত বলে তিনি৷ এদিনের এই আলোচনার মধ্যেই ভারতের উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন নাকো৷ ভারতীয় অর্থনীতির হালহকিকত তুলে ধরে তিনি বলেন, ‘‘যে গতিতে ভারত এগিয়ে চলেছে, তাতে ২০১৮ সালে চিনকে টপকে তাদের বৃদ্ধির সূচক পৌঁছবে ৭.৩ শতাংশে৷

এদিন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন এএসইএএনের সমীক্ষা বলছে, ভারত ও চিনের সূচক ছয় শতাংশের উপর থাকলেও দক্ষিণ-পূর্বের দেশগুলিতে বৃদ্ধির হার গড়ে ৫.২ শতাংশ৷ ফলে, এশিয়া মহাদেশের সার্বিক উন্নয়নের জন্য ৫৬ কোটি মানুষের বসবাসকারী এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বের দেশগুলির উপর বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে৷ মূলত, ভারত-চিনের উপর থেকে গুরুত্ব সরিয়ে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে বাড়তি অনুদান পৌঁছে দেওয়া ও বেশি মাত্রা অর্থ সরবরাহ করার কথাও এদিন জানান প্রেসিডেন্ট টেকহিকো নাকো৷

এদিনের বার্ষিক অনুষ্ঠানে গোটা এশিয়া মহাদেশের গড় বৃদ্ধির সূচক প্রকাশ করা হয়৷ গত বছর ২০১৭ সালের বৃদ্ধির ছিল ৬.১ শতাংশ৷ এবছর সেই সূচক খানিকটা কমে দাঁড়াতে পারে ৬ শতাংশের কাছাকাছি৷ এদিন রিপোর্ট প্রকাশ করে এশিয়া উন্নয়ন ব্যাংকের তরফে আশা প্রকাশ করা হয়, গত বছর ভারতের বৃদ্ধির সূচক ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৭.৬ শতাংশে৷

The post চিনকে হারিয়ে অর্থনৈতিক বৃদ্ধির সূচকে এশিয়া মহাদেশের শীর্ষে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement