shono
Advertisement

সকালে দরজি রাতে খুনি, ৩০ জনকে মেরেও নির্লিপ্ত এই সিরিয়াল কিলার

দারিদ্র থেকে মুক্তি দিতেই খুন! The post সকালে দরজি রাতে খুনি, ৩০ জনকে মেরেও নির্লিপ্ত এই সিরিয়াল কিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Sep 14, 2018Updated: 05:04 PM Sep 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের ‘বাইশে শ্রাবণ’ ছবিটিকে মনে পড়ে? দিনেরবেলা যে ছিল বাড়ির চাকর, রাতের অন্ধকারে সেই হয়ে উঠত ভয়ংকর সিরিয়াল কিলার৷ অথবা রমন রাঘবের কথা অনেকেরই জানা৷ একে একে ৪২ জনকে ঠান্ডা মাথায় খুন করেছিল সে৷ অথবা কলকাতার সেই ‘স্টোন ম্যান’ সুরিন্দর কোলিকে৷ রাতের অন্ধকারে ফুটপাথবাসীর মাথা থেঁতলে খুন করাই যার নেশা ছিল৷ মধ্যপ্রদেশের বাসিন্দা আবেশ খামরা এদের চেয়ে আলাদা কেউ নয়৷ সকালে যে ব্যক্তি দরজির কাজ করত, রাতের অন্ধকারে সেই হয়ে উঠত নৃশংস নরঘাতক৷ সম্প্রতি উত্তরপ্রদেশের সুলতানপুরের এক জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে আবেশ খামরা এবং তার এক সহযোগী জয়করনকে৷ তাদের গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশেরই দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার বিট্টু শর্মা৷

Advertisement

[মোদি বিরোধিতার ‘পুরস্কার’! চন্দ্রবাবু নায়ডুকে গ্রেপ্তারির নির্দেশ]

জানা গিয়েছে, ভোপালে একটি ছোট দরজির দোকান চালাত ধৃত আবেশ৷ কোনও মতে টেনেটুনে চলত সংসার৷ সকালে দরজির কাজ করলেও, রাতের অন্ধকারে সেই হয়ে উঠত মানুষখেকো ভয়ংকর খুনি৷ ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করেছে এই ভয়ংকর সিরিয়াল কিলার৷ জানিয়েছে, ২০১০ থেকে এই হত্যালীলা শুরু করেছিল সে৷ এখনও পর্যন্ত ৩০ জনকে খুন করেছে৷ প্রথমবার খুন করে অমরাবতীতে৷ তারপর একে একে নাসিক, ভোপাল-সহ মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা এবং মহারাষ্ট্র, বিহার, ও উত্তরপ্রদেশেও খুন করেছে সে৷ তার টার্গেট থাকত ট্রাক চালক ও তাদের সহযোগীরা৷ পুলিশকে দেওয়া বয়ানে দেশের এই ভয়ংকর সিরিয়াল কিলার জানায়, কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা নেই তার৷ কারণ, গরিব ট্রাক চালক ও সহযোগীদের দারিদ্র থেকে মুক্তি দেওয়াই তার মূল লক্ষ্য৷ সেই কারণেই খুন করত সে৷

[পাঁচদিন ধরে অভুক্ত, এবার গ্রামবাসীর বাড়িতে ঢুকে খাবার চাইল জইশ জঙ্গিরা]

জানা গিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশে খুন হন দুই ট্রাক চালক৷ সেই সূত্র ধরেই উঠে আসে আবেশের নাম৷ তদন্তের খাতিরে মধ্যপ্রদেশে পাড়ি দেয় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল৷ আবেশের বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এবং সেখানে তদন্ত চালিয়ে বিষয়টা আরও স্পষ্ট হয় তদন্তকারীদের কাছে৷ অনেকে বিশ্বাসই করতে পারেন না যে, তাঁদের পাশের বাড়িতেই এমন ভয়ংকর একজন ‘রাক্ষসরূপী মানুষ’ বাস করত৷ গত সপ্তাহে উত্তরপ্রদেশের সুলতানপুরের এক জঙ্গলে অভিযান চালিয়ে আবেশকে গ্রেপ্তার করেন এসপি বিট্টু শর্মা৷ জুডোতে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক এবং তাইকোন্ডতে ব্ল্যাক বেল্ট ধারী বিট্টুর উপরই ভরসা ছিল পুলিশ প্রশাসনের৷ তাঁর সঙ্গে এই খুনের তদন্ত চালাচ্ছেন এসপি লোধা রাহুল কুমার৷ এটাই তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা৷ এক কথায় স্বীকার করছেন দু’জনেই৷

The post সকালে দরজি রাতে খুনি, ৩০ জনকে মেরেও নির্লিপ্ত এই সিরিয়াল কিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement