কল্যাণ চন্দ, বহরমপুর: পুরসভা পরিচালিত আবাসন থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল বহরমপুর শহরে। শনিবার রাতে দুই মদ্যপ ব্যক্তি কোয়ার্টারে ঢুকে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে যান বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের শ্লীলতাহানি করেছে। হুমকি দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভার ২৬ নং ওয়ার্ডে কৃষাণ ঘোষ লেনে ৫টি কোয়ার্টার রয়েছে। প্রায় ৮৪ টি পরিবার রয়েছে। অভিযোগ, দুই মদ্যপ ব্যক্তি ওই পরিবারগুলিকে হুমকি দেয়। ওই ঘটনার খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, "তৃণমূল আশ্রিত গুন্ডারা ওই আবাসনে হুমকি দিয়েছে। মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা হয়েছে।" তাঁর আরও দাবি, তৃণমূলকে ভোট না দিলে আবাসন থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে গুন্ডারা।
[আরও পডুন: শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার]
বিষয়টি তিনি পুলিশ সুপার ও নির্বাচন কমিশনকে জানিয়েছেন। উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে এলাকার বসতিবাসীদের বিনামূল্যে থাকতে দেওয়া হয়েছে ওই কোয়ার্টার গুলিতে। প্রায় ৮৪টি দরিদ্র পরিবার রয়েছে সেখানে। সেই কোয়ার্টারগুলিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।