shono
Advertisement

ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন আদনান সামি

গায়ক আদনান সামি এই টুইট করে নিজের নামের সঙ্গে পাকিস্তানের নাম জড়ানোর সমস্ত পথ বন্ধ করে দিলেন৷ The post ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন আদনান সামি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Sep 30, 2016Updated: 03:06 PM Sep 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অভিনন্দন বার্তা৷ কারণ উরি হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে ‘সার্জিকাল স্ট্রাইক’-এর সাফল্য৷ তেমনই, একদা পাক-নাগরিক আদনান সামি টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীকে৷

Advertisement

উরি হামলার পরেই বলিউডে পাক কলা-কুশলীদের কাজ করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ কার্যত দেশ ছেড়ে চলে যান অনেকেই৷ বলিউডের অনেকের দাবি উরি হামলার বিরুদ্ধে মন্তব্য করার অনুরোধও নাকি ফিরিয়ে দিয়েছেন পাক-অভিনেতারা৷ এমন সব খবর ঘিরে জল্পনা যখন তুঙ্গে সেই সময়ই, গায়ক আদনান সামি এই টুইট করে নিজের নামের সঙ্গে পাকিস্তানের নাম জড়ানোর সমস্ত পথ বন্ধ করে দিলেন৷

যদিও আদনান সামি পাকিস্তানের বাসিন্দা ছিলেন৷ কিন্তু ২০১৫ সালে পাকিস্তান তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ করতে অস্বীকার করায় ভারত তাঁকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেয়৷ এবং তাঁর এই টুইট বুঝিয়ে দেয় ভারতকেই তিনি এখন দেশ বলে মানেন৷

টুইটে তিনি সন্ত্রাসবাদের উল্লেখ করলেও সরাসরি পাকিস্তানের নাম নিয়ে বিতর্কে জড়াতে চাননি সামি৷ কিন্তু তবুও বহু পাকিস্তানি তাঁর টুইটে ভারত বিরোধী মন্তব্য করায় তিনি ফের টুইট করে জানিয়ে দেন, পাকিস্তানিদের এই প্রতিক্রিয়াই কার্যত বুঝিয়ে দিচ্ছে তাঁরা পাকিস্তান ও সন্ত্রাসবাদীকে  এক চোখেই দেখেন৷

ভারতীয় নাগরিকত্ব পেয়ে আদনান আগেই জানিয়েছিলেন, ভারতে থাকতে পেরে তিনি খুশি৷ তাঁর টুইট ফের বুঝিয়ে দিল ভারতীয় হিসেবে তিনি ঠিক কতটা গর্বিত বোধ করেন৷

 

The post ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন আদনান সামি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement