shono
Advertisement

বাবা-মা চুমু খেলেই ফুঁপিয়ে কেঁদে ওঠে এলা!

এহেন প্রতিক্রিয়া কেন? ভিডিও দেখলে তাজ্জব হয়ে যাবেন! The post বাবা-মা চুমু খেলেই ফুঁপিয়ে কেঁদে ওঠে এলা! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:20 PM Oct 29, 2016Updated: 12:52 PM Oct 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন অনেকটা রোদ-বৃষ্টির খেলা! কখনও মুখে দেখা মিলছে খিলখিল হাসির৷ আবার কখনও ফুঁপিয়ে-ফুঁপিয়ে কান্না৷ মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে খুদেটির মুখের মানচিত্র৷ বাবা-মায়ের আদর খাওয়ার জন্য একসময় ভীষণভাবে আঁকুপাঁকু করছে সে৷ নরম আঙুলের স্পর্শে অনাবিল আনন্দে ভেসে যাচ্ছেন খুদের সবচেয়ে কাছের মানুষজন৷ কিন্তু যখনই বাবা-মায়ের ঠোঁট একে-অপরকে ভিজিয়ে দিচ্ছে, তখনই বেজায় মুখ ভার মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ছোট্টটির৷
খুদের নাম এলা৷ থাকে মার্কিন মুলুকের মেরিল্যান্ডের একটি ফ্ল্যাটে৷ বাবা-মায়ের ‘চুম্বন’ দেখে হাসি-হাসি মুখের জায়গায় পুরো ভিন্ন চেহারা তার৷ নিমেষের মধ্যে কেঁদে ফেলছে সে৷ আসলে বাবা-মায়ের চুমু খাওয়া যে একদমই না-পসন্দ তার৷ হয়তো মনের মধ্যে তার প্রশ্ন ঘুরছে, ‘কেন বাবা-মা নিজেরা চুমু খাবে? আমাকেই তো দু’জনের তা করার কথা৷ এ ভারী অন্যায়৷ এ সব একদম মেনে নেব না৷”
তবে ছোট্টটিকে আদর করলেই আবার সেই হাসি মুখ৷ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার৷ ব্যস, তখন সে একেবারে দারুণে মেজাজে৷ এলার মা, ক্রিসি হান্নেকেন এ মাসের শুরুতেই সন্তানের হাসি-কান্নার দুষ্টুমির ভিডিও তোলেন৷ আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রীতিমতো সেলিব্রিটি হয়েছে গিয়েছে খুদে এলা৷ অল্পদিনেই ‘ভাইরাল’ ওই ভিডিওটি৷ এর মধ্যেই ১৪ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে৷ ভিডিও দেখে ‘কমেন্ট’ পড়েছে লক্ষাধিক৷ ফেসবুকে ‘শেয়ার’ হয়েছে প্রায় দেড় লক্ষের বেশি৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, মায়ের কোলে দিব্যি হাসছে সে৷ সামনেই এলার বাবা ম্যাট৷ তুলতুলে হাত কখনও বাবার মুখে দিচ্ছে৷ কখনও আমন্ত্রণ জানাচ্ছে তাকে আদর করার জন্যে৷ কিন্তু বাবা-মা তা না করে হঠাৎ করে নিজেরা চুমু খেতেই বড্ড রাগ এলার৷ কেঁদেই ফেলল সে৷
তারপর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা৷ বাবা-মা আদর করতেই মুখে হাসি৷ চোখ একবারে জ্বলজ্বল করছে৷ তখন সে বড্ড শান্ত৷

Advertisement

The post বাবা-মা চুমু খেলেই ফুঁপিয়ে কেঁদে ওঠে এলা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement