সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত কি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’ এল কে আডবাণীকে (L K Advani)? জল্পনায় নয়া মোড়। জানা যাচ্ছে, রাম মন্দির আন্দোলনের আরেক নেতা মুরলী মনোহর যোশী ও আডবাণীকে সেদিন মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ। এবং তাঁরা নাকি জানিয়েছেন আসার সবরকম চেষ্টা করবেন। অথচ রাম মন্দির ট্রাস্ট জানিয়েছিল, আডবাণীরা বলেছেন তাঁরা আসতে পারবেন না।
বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য অলোক কুমার জানিয়েছেন, ”রাম মন্দির আন্দোলনের দুই পথিকৃত লালকৃষ্ণ আডবাণী ও ড. মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানানো হয়েছে ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন আসার জন্য। দুই বর্ষীয়ান নেতাই জানিয়েছেন, তাঁরা আসার সবরকম চেষ্টা করবেন।”
[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]
এদিকে আগেই রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাইকে বলতে শোনা গিয়েছিল, বয়সের বিষয়টি বিবেচনা করেই আডবাণী-মুরলী উদ্বোধনে আসবেন না বলে জানিয়েছেন। দুই নেতার আবেদন শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ফলে মনে করা হচ্ছিল ৯৬ বছরের আডবাণী ও ৯০ বছরের মুরলী মনোহর যোশীকে দেখা যাবে না অযোধ্যায়। প্রশ্ন উঠছিল, মোদির মহিমা বাড়াতেই কি আডবাণী, যোশীর মতো রাম মন্দির আন্দোলনের পুরোধাদের ব্রাত্য করা হচ্ছে? তাঁদের এই জল্পনায় এবার নয়া মাত্রা যোগ করল বিশ্ব হিন্দু পরিষদের আমন্ত্রণ।
প্রসঙ্গত, রাম মন্দির আন্দোলনের পুরোধা ছিলেন আডবাণী। তাঁর রথযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করেই নতুন মাত্রা পেয়েছিল রাম মন্দির আন্দোলন। অবশেষে সেখানে গড়ে উঠেছে মন্দির। অথচ সেখানে আডবাণীদের থাকা না থাকা নিয়ে রহস্য ঘনাচ্ছে।