shono
Advertisement

Afghanistan: হেলমন্দ প্রদেশে তালিবানের ডেরায় অগ্নিবৃষ্টি আফগান যুদ্ধবিমানের

রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তালিবান।
Posted: 01:52 PM Aug 06, 2021Updated: 03:16 PM Aug 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তান।রাজধানী কাবুলের দিকে ক্রমশ এগিয়ে আসছে তালিবান। হেরাত, কান্দাহারের মতো শহরগুলি অবরুদ্ধ। সেখানে জেহাদিদের সঙ্গে তুমুল লড়াই চলছে আফগান সেনাবাহিনীর। এহেন পরিস্থিতিতে সংঘর্ষের আরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হেলমন্দ প্রদেশে তালিবানের উপর প্রচণ্ড বোমাবর্ষণ করল আফগান বায়ুসেনা।

Advertisement

[আরও পড়ুন: বাতিল হতে পারে প্রায় ১ লক্ষ Green Card! আমেরিকায় বিপাকে ভারতীয়রা]

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগাহ শহরে প্রচণ্ড বোমাবর্ষণ করে আফগানিস্তানের বায়ুসেনা। মূলত জঙ্গিদের দখলে থাকা টেলিভিশন ও রেডিও স্টেশনের কাছে তালিবানের ডেরাগুলিতে বোমা ফেলে সরকারি বাহিনীর যুদ্ধবিমানগুলি। হেলমন্দের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. শের আলি শাকের জানিয়েছেন, লস্করগাহ শহরে চলা যুদ্ধে এপর্যন্ত তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। এদিকে, দেশের উত্তর অংশের জাজওয়ান প্রদেশের অধিকাংশ দখল করেছে তালিবান। আফগানিস্তানের বিখ্যাত মিলিশিয়া প্রধান তথা দেশের প্রাক্তন প্রেসিডেন্ট রশিদ দস্তামের গড় জাজওয়ানের ১০টি জেলার মধ্যে ৮টি দখল করেছে তালিবান জঙ্গিরা। এদিকে হারানো জমি উদ্ধার করতে বুধবার দেশে ফিরেছেন উজবেক ‘ওয়ারলর্ড’ দস্তাম। প্রেসিডেন্ট আশরফ ঘানির সঙ্গে একটি চুক্তির পর এবার রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে জেহাদিদের মোকাবিলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দ্রুত কাবুলের দিকে এগিয়ে আসছে তালিবান (Taliban)। পাহাড়ি দেশটির প্রায় ৩৫০ জেলার মধ্যে অন্তত ১৫০টি দখল করে ফেলেছে জঙ্গি গোষ্ঠীটি বলে দাবি। মার্কিনি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পরই আফগানিস্তান দখলের লড়াইয়ে নেমে পড়েছে তালিবান (Taliban) গোষ্ঠী। একের পর এক শহর দখল করছে তাঁরা। পালটা সন্ত্রাসবাদী শক্তিকে পরাস্ত করতে বিমান হানা চালাচ্ছে আফগান বাহিনী। সহায়তা করছে আমেরিকাও। যার জেরে সেদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু তালিবানি জেহাদির খতম হওয়ার খবর আসছে। এবার পালটা দেশের সরকারি মন্ত্রী ও আধিকারিকদের টার্গেট করছে তালিবান জঙ্গিরা।

[আরও পড়ুন: Pakistan-এর সিদ্ধি বিনায়ক মন্দির ভাঙচুরের ঘটনায় ভারতের ধমকের পরই মেরামতির আশ্বাস ইমরানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement