shono
Advertisement

কৃত্রিম পায়ে নিখুঁত ছন্দ, নেটদুনিয়ায় ঝড় তুলছে যুদ্ধবিধ্বস্ত আফগান শিশু

মাত্র ৫ বছর বয়সী আহমেদের নাচে মজেছেন নেটিজেনরা৷ The post কৃত্রিম পায়ে নিখুঁত ছন্দ, নেটদুনিয়ায় ঝড় তুলছে যুদ্ধবিধ্বস্ত আফগান শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM May 09, 2019Updated: 03:04 PM May 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মম চিত্তে নিতি নৃত্যে…’, গানটি শুনলেই একেবারে প্রাণের আনন্দে নেচে উঠতে ইচ্ছে করে৷ তেমনই বাঁধভাঙা আনন্দে আজ নাচছে আহমেদ৷ নেচেই চলেছে৷ তালে তাল মিলিয়ে পড়ছে পা৷ এতটুকু ভুল নেই কোথাও৷ এতটুকুও তাল কাটেনি৷

Advertisement

এই মুহূর্তে এমন নাচ নেচে যিনি নেটদুনিয়ার সমস্ত আকর্ষণ কাড়ছেন, তিনি আহমেদ৷ বছর পাঁচেকের আফগান শিশু৷ ভিডিও দেখে শুধু আনন্দ পাচ্ছেন তো? একটু মন দিয়ে দেখুন৷ বুঝতে পারবেন, যে পায়ের ছন্দ আহমেদ সবাইকে মাতিয়ে দিচ্ছে, সেই পা কিন্তু স্বাভাবিক নয়৷ একটি পা কৃত্রিম৷ সবে বসানো হয়েছে শরীরে৷ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণের পর তবেই চিকিৎসকরা স্বাভাবিক জীবনে ফিরতে বলেছেন৷ কিন্তু ছোট্ট ছেলের সেসব নিয়ে কোনও মাথাব্যথাই নেই৷ দুই পা পেয়ে নাচার আনন্দে মেতেছে সে৷ হাসপাতালের মাটিতে ঘুরে ঘুরে নেচেই চলেছে৷ আর তার নাচ দেখে আনন্দ পেয়েছেন অন্য রোগীরাও৷

[ আরও পড়ুন: প্লেট থেকে উঠে এল নন-ভেজ আইটেম! ভোজনরসিককে আক্রমণ জ্যান্ত অক্টোপাসের]

কেন আহমেদের এত উচ্ছ্বাস? নেপথ্যে কিন্তু করুণ কাহিনি৷ আফগানিস্তানে তখনও তালিবান সন্ত্রাস চলছে৷ লোগারে তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইন মাত্র আট মাস বয়সী আহমেদের পায়ে লাগে৷ উড়ে যায় একটি পা৷ সেই থেকে তার শরীরে কৃত্রিম পা বসানোর চেষ্টা করেছেন চিকিৎসকরা৷ কষ্টকর জীবন কাটাতে হয়েছে দীর্ঘদিন৷ রেড ক্রসের সহায়তায় এবার সেই প্রচেষ্টা পূর্ণ হল৷ এমন প্রাণবন্ত শিশুকে দেখে স্বস্তি পেয়েছেন রেড ক্রসের কর্মীরাও৷ যুদ্ধবিধ্বস্ত মানুষের জনজীবনকে ফের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাঁদের যে চেষ্টা, তা সার্থক হয়েছে বলেই মনে করছেন৷

[ আরও পড়ুন: OMG! কাঠবিড়ালির কাঁচা মাংস খেয়ে এ কী হাল হল দম্পতির!]

যুদ্ধ তো পৃথিবীর অনেক জায়গায় কেড়ে নিয়েছে শৈশব৷ সিরিয়া, ইরাক থেকে শুরু করে লিবিয়া, তুরস্ক, ইরান৷ বহু শিশুর জীবন গিয়েছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে অনেকের৷ এসবের মধ্যে আহমেদের জীবন কিন্তু একেবারে অন্যরকম হয়ে গিয়েছে৷ অন্ধকার থেকেও যে আলোয় ফিরে আসা যায়, সেই উদাহরণই হয়ে উঠেছে এই আফগান শিশু৷ আরও অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার দীপ৷ অনেকেই বলছেন, ‘আহমেদ নাচে/ তা তা থৈ থৈ…৷’

The post কৃত্রিম পায়ে নিখুঁত ছন্দ, নেটদুনিয়ায় ঝড় তুলছে যুদ্ধবিধ্বস্ত আফগান শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement