সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই বন্ধ হয়ে গেল নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাস। শনিবারই এক বিবৃতি জারি করে এই ঘোষণা করেছিল সেদেশের শাসক তালিবান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? তালিবান শাসিত ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের তরফে দাবি করা হয়েছে, এর পিছনে রয়েছে ভারতের অসহযোগিতা। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে, এমনটাই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।
আফগানিস্তানের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ, আপসোস ও হতাশার সঙ্গে জানানো হচ্ছে, নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।’ তবে কেবল ভারতকেই যে দোষারোপ করা হচ্ছে তা নয়। দিল্লিতে অবস্থিত দূতাবাসে কর্মীর অভাব, আর্থিক সাহায্য়ের ঘাটতির কথাও বলা হয়েছে। এই বিবৃতির পরই ভারত ছাড়েন আফগানিস্তানের ৫ জন কূটনীতিক।
[আরও পড়ুন: আদৌ বাস্তবে ছিলেন গোপাল ভাঁড়? ইতিহাসের অন্ধগলিতে লুকিয়ে কোন সত্যি?]
বছর দুয়েক আগে আফগানিস্তান দখল করে তালিবান। এরপর থেকেই ভারতের উদ্বেগ বেড়েছে। ৯/১১ পরবর্তী অধ্যায়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপিত হয়। তারপর থেকে সেদেশের সব প্রদেশেই বিনিয়োগ করেছে ভারত। হাইওয়ে থেকে আফগান পার্লামেন্ট, স্কুল, হাসপাতাল- ‘বন্ধু’ ভারতের সমস্ত বিনিয়োগই ঘোর সংকেটর মুখে পড়ে তালিবানের প্রত্যাবর্তনে। যদিও তালিবানের আশ্বাসে তৈরি হয় নতুন সম্ভাবনা। কিন্তু এবার ভারতে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ হওয়ার ঘটনায় নতুন করে তৈরি হল জল্পনা। ‘বন্ধুত্বে’ কি চিড় ধরল দুই দেশের?