সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে হারের হতাশা ঝেরে ফেলে আবারও দ্বিপাক্ষিক সিরিজে নামার প্রস্তুতি শুরু করেছে দিয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতের। তার পরই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে তিন ফরম্যাটের লড়াই। আর এরইমধ্যেই এবার ঘোষিত হয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণ।
আগামী বছর জানুয়ারিতে ভারত সফর আসবেন রশিদ খানরা। লক্ষ্য তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১১ জানুয়ারি মোহালি, ১৪ জানুয়ারি ইন্দোর এবং ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে হবে খেলা। এমনিতে এসিসি এবং আইসিসির টুর্নামেন্টে অংশ নিয়ে আগেই ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ অংশ নেয়নি তারাষ ভারতের বিরুদ্ধেও অতীতে একটি করে ম্যাচ খেলেছেন নবিরা। তবে এই প্রথমবার কোনও দলের বিরুদ্ধে একাধিক ম্যাচের সিরিজ খেলতে চলেছে আফগানরা। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে দারুণ আশাবাদী আফগানিস্তান বোর্ড (Afghanistan Cricket Board)।
[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]
সদ্যসমাপ্ত বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করেছেন রশিদ খানরা। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারান তাঁরা। শুধু তাই নয়, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকেও পরাস্ত করে আফগানিস্তান। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাদের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। গ্লেন ম্যাক্সওয়েল সেদিন অতিমানবীয় রূপ ধারণ না করলে আফগানদের ভাগ্য বদলে যেতেই পারত। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনাও উজ্জ্বল হত। তবে শেষমেশ তালিকার ৬ নম্বরে শেষ করে টুর্নামেন্ট থেকে বিদায় নেন রশিদরা।