shono
Advertisement

১৯ বছর পর গন্তব্যে পৌঁছল স্পিড পোস্টে পাঠানো চিঠি! অবাক কাণ্ড রায়গঞ্জে

ডাক বিভাগের দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী৷ The post ১৯ বছর পর গন্তব্যে পৌঁছল স্পিড পোস্টে পাঠানো চিঠি! অবাক কাণ্ড রায়গঞ্জে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Sep 13, 2019Updated: 09:10 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক স্থান থেকে অন্যস্থানে খুব দ্রুত একটা তথ্য পাঠাতে হবে, কী করেন আপনি? নিশ্চয়ই ইমেল, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সোশ্যাল মাধ্যমের সাহায্য নেন৷ কিন্তু আজ থেকে প্রায় দু’দশক আগে তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইমেল, হোয়াটসঅ্যাপের বহর ছিল না৷ তবে সাধারণ মানুষ তখন কী করতেন? উত্তর হল, স্পিড পোস্ট৷ তখন দ্রুত যেকোনও তথ্য পাঠাতে সকলে স্পিড পোস্ট ব্যবহার করতেন সকলে৷

Advertisement

[ আরও পড়ুন: সাহিত্য মেলার মঞ্চে চটুল নাচ, বিভূতি স্মরণে অপসংস্কৃতির নজির বনগাঁয় ]

ঠিক যেমনটা করেছিলেন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা তুহিনশংকর চন্দ৷ কিন্তু ভাগ্য তার সহায় হয়নি৷ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছায়নি তাঁর প্রেরিত সেই চিঠি৷ ফলে চিঠি পৌঁছনোর আশা, ছেড়েই দিয়েছিলেন৷ কিন্তু ১১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার, ডাক বিভাগ থেকে তাঁর ফোনে আসা একটা এসএমএস দেখে ঘাবড়ে যান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী তুহিনশংকর চন্দ৷ দেখেন, ২০০০ সালে যে স্পিড পোস্ট তিনি পাঠিয়েছিলেন, তা গন্তব্যে পৌঁছে গিয়েছে৷ এবং সেই এসএমএস’ই ঢুকেছে তাঁর ফোনে৷

[ আরও পড়ুন: আগমনিতে নতুন পোশাকের গন্ধ পাবে ওরাও, আসানসোলে চালু বস্ত্র ব্যাংক ]

তিনি জানান, ২০০০ সালের পয়লা জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান৷ তবে কাকে পাঠিয়েছিলেন, চিঠিতে কী লিখেছিলেন, তা এখন মনে করতে পারছেন না তুহিন বাবু৷ তাঁর কথায়, ‘‘কি পোস্ট করেছিলাম, তাই এখন আর মনে করতে পারছি না। উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম৷ আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল৷’’ তিনি জানান, এই প্রথম নয়, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হয়েছেন তিনি৷ অভিযোগ জানিয়েও কাজের কাজ হয়নি৷

The post ১৯ বছর পর গন্তব্যে পৌঁছল স্পিড পোস্টে পাঠানো চিঠি! অবাক কাণ্ড রায়গঞ্জে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার