সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ভাই। একজন দেশের মাটিতে। অন্যজন দক্ষিণ আফ্রিকার মাটিতে।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে সরফরাজ খান ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাই মুশির খান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১০৬ বলে ১১৮ রান করেন। মুশিরের ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৫০ ওভারে করে সাত উইকেটে ৩০১ রান।
তিন নম্বরে ব্যাট করতে নেমে মুশির ৬৬ বলে হাফ সেঞ্চুরি করেন। ১০০ বলে সেঞ্চুরি হাঁকান। অধিনায়ক উদয় সাহারানের সঙ্গে জুটিতে ১৫৬ রান জোড়েন মুশির। সাহারান অবশ্য ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। ৪৮-তম ওভারে আউট হন মুশির। সিঙ্গলকে ডাবলসে পরিণত করতে চেয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: ফের বিয়ে করবেন সানিয়া? কেমন থাকবে শোয়েব-সানার দাম্পত্য জীবন? ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর]
মুশিরের আগে সরফরাজ ভারত এ দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন। আহমেদাবাদে চলছে ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের খেলা। দ্বিতীয় দিনে সরফরাজ ৮৯ বলে সেঞ্চুরি হাঁকান। একসময়ে বিনা উইকেটে ১৬২ থেকে ভারত এ দল হয়ে গিয়েছিল ৪ উইকেটে ১৮৪ রান। দ্রুত কয়েক উইকেট যাওয়ার পরে সরফরাজ ও ওয়াশিংটন সুন্দর রুখে দাঁড়ান।
ওয়াশিংটন সুন্দর ও সরফরাজ ১৬৯ রানের পার্টনারশিপ গড়েন। ওয়াশিংটন সুন্দর ১৩২ বলে ৫৭ রান করে আউট হন। ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলেও থেমে থাকেননি সরফরাজ। ১৬০ বলে ১৬১রান করেন সরফরাজ। ১৮টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মারেন তিনি। এই মুহূর্তে ভারতীয় এ দল ৩৪১ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড লায়ন্স প্রথম ইনিংসে করে ১৫২ রান। ভারত এ দলের ইনিংস শেষ হয় ৪৯৩ রানে।