shono
Advertisement

শিক্ষা নেয়নি আমাজন, এবার সাইটে বিকোচ্ছে গান্ধী-ছাপ চপ্পল

কেন বারবার এ ধরনের ঘটনা আমাজনে ঘটছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। The post শিক্ষা নেয়নি আমাজন, এবার সাইটে বিকোচ্ছে গান্ধী-ছাপ চপ্পল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 PM Jan 15, 2017Updated: 02:33 PM Jun 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই আমাজনে বিকোচ্ছিল জাতীয় পতাকার পাপোশ। তা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। চাপে পড়ে সুষমার কাছে ক্ষমাও চায় সংস্থাটি। কিন্তু আদতে দেখা গেল  সংস্থার টনক তেমন নড়েনি। কেননা এবার সেখানে বিকোচ্ছে গান্ধী-ছাপ চপ্পল।

Advertisement

(পাপোশের পর তেরঙ্গা আঁকা জুতো ও অন্তর্বাস বিকোচ্ছে ‘আমাজন’-এ)

বিখ্যাত ব্যক্তি এমনকী জাতীয় পতাকার ছবি পোশাকে আশাকে থাকা পশ্চিমী দেশে চালু সংস্কৃতি। কিন্তু প্রাচ্যে তা অপমানজক হিসেবেই দেখা হয়। এই ফারাকটাই সম্ভবত বুঝে উঠতে পারছে না আমাজন কর্তৃপক্ষ। এর আগে দেব-দেবীর ছবি ছাপা পাপোশ বিক্রি হয়েছিল ই-কমার্স সাইটটিতে। সে সময় দোহাই দেওয়া হয়েছিল থার্ড পার্টির। বলা হয়েছিল, যে কেউ সাইটে কোনও জিনিস আপলোড করতে পারে। কর্তৃপক্ষর গোচরে তা থাকে না। কিন্তু যখন বিরূপ কিছু নজরে আসে, তখন তা সরিয়ে দেওয়া হয়। আমাজন কানাডায় এরপর ভারতের জাতীয় পতাকার ছবি-সহ পাপোশ বিক্রি হয়। তাতে চাঞ্চল্য ছড়ালে পদক্ষেপ করেন বিদেশমন্ত্রী। এরপরই ক্ষমা চায় সংস্থাটি। কিন্তু তারপরও  নতুন করে দেখা দিল বিপত্তি। এবার  চপ্পলে দেখা গেল জাতির জনক মহাত্মা গান্ধীর মুখ।

(জাতীয় পতাকার অবমাননা, আমাজনকে চরম হুঁশিয়ারি সুষমার)

স্বাভাবিকভাবেই মহাত্মার এই অবমাননায় সরব হয়েছেন দেশবাসীরা। কেন বারবার এ ধরনের ঘটনা আমাজনে ঘটছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।

পাপোশ হয়ে আমাজনে বিকোচ্ছে জাতীয় পতাকা, ক্ষুব্ধ দেশবাসী

পাপোশে ভগবানের ছবি, বয়কটের মুখে আমাজন

 

The post শিক্ষা নেয়নি আমাজন, এবার সাইটে বিকোচ্ছে গান্ধী-ছাপ চপ্পল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement