shono
Advertisement

কৈরানায় হারের কালমেঘ গিলে আখচাষিদের ৮০০০ কোটি অনুদানের ভাবনা কেন্দ্রের

উপনির্বাচনে হারের জেরে সিদ্ধান্ত৷ The post কৈরানায় হারের কালমেঘ গিলে আখচাষিদের ৮০০০ কোটি অনুদানের ভাবনা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 PM Jun 05, 2018Updated: 01:33 PM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত আখে কত চিনি! কৈরানায় হারের কালমেঘ গিলে তা আর বুঝতে বাকি নেই কেন্দ্রীয় শাসকদল বিজেপির৷ উপনির্বাচনে হার অশনিসংকেত৷ সামনেই সাধারণ নির্বাচন৷ এবার তাই কোনও ভুলচুক করতে রাজি নয় সরকার৷ আখচাষিদের মিষ্টি খবর দিয়ে প্রায় ৮০০০ কোটি টাকা অনুদানের পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

Advertisement

 ভারতীয় সংবিধান এই মুহূর্তে বিপন্ন, মত গোয়ার আর্চবিশপের ]

প্রয়োজন ছিল প্রায় ২২,০০০ কোটি টাকার৷ দেওয়া হচ্ছে ৮০০০ কোটি টাকা৷ তাও মন্দের ভাল৷ কারণ টাকার অভাবে ঋণের দায়ে একরকম ধুঁকছেন আখচাষীরা৷ উত্তরপ্রদেশের কৈরানাতেই সবথেকে বেশি আখ চাষ হয় দেশে৷ এবারের নির্বাচনে আখচাষিদের ভার লাঘব করাই ছিল বিজেপির মূল প্রতিশ্রুতি৷ যদিও তা রক্ষা করা হয়নি৷ ফলে নির্বাচনে তার প্রভাব পড়ে৷ মানুষের এই ক্ষোভের প্রকাশ ঘটে ফলাফলেই৷ লোকসভা কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির৷ মর্যাদার লড়াইয়ে অজিত সিংয়ের আরএলডি-র কাছে ভরাডুবি হয়৷ রাজনৈতিকভাবে এর নানা বিশ্লেষণ উঠে এসেছে৷ তবে মূল কথা হল এই ক্ষোভ৷ ঋণের বোঝা যতটা প্রভাব ফেলেছিল, তাকেই নির্বাচনের মুখে চালিত করতে পেরেছিলেন বিরোধীরা৷ ফলত হারের কালমেঘ গিলতে হয় শাসক দলকে৷ ফলাফল ঘোষণা হওয়ার পর সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব স্পষ্টই বলেছিলেন, কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ তা তো হয়নি৷ বরং তাদের প্রাণ দিতে হয়েছে৷ এরই জবাব পেয়েছে বিজেপি৷ শাসকদলেরও তা বুঝতে অসুবিধে হয়নি৷ আসন্ন সাধারণ নির্বাচনে যাতে এই প্রভাব আরও জোরদার না হয় তাই আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া হল৷ প্রায় আট হাজার কোটি টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে৷

The post কৈরানায় হারের কালমেঘ গিলে আখচাষিদের ৮০০০ কোটি অনুদানের ভাবনা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement