shono
Advertisement
Tamil Nadu

ফেরেনি হুঁশ, ফের ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বাজি কারখানায়, মৃত অন্তত ৬

গত বছর একাধিকবার তামিলনাড়ুর বিভিন্ন বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটে প্রাণহানিও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:37 AM Jan 04, 2025Updated: 12:53 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর এক বাজি কারখানা। এখনও পর্যন্ত ৬ জনের আগুনে ঝলসে মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিশ বাহিনী। চলছে উদ্ধারকাজ। গত বছর একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটে প্রাণহানিও। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে বিরুধ জেলার আপ্পাইয়ানাইকেনপট্টি গ্রামের সাত্তুর তালুকে। জানা গিয়েছে, বাজি তৈরি করার জন্য বিভিন্ন রাসায়নিক মেশাচ্ছিলেন শ্রমিকরা। তখনই বিস্ফোরণটি ঘটে। আশপাশের এলাকাতেও তীব্র শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছয় দমকলবাহিনী। আসে পুলিশও। দগ্ধ অবস্থায় ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করা হয়। আহত আরও কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকলের আধিকারিকরা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য, গত বছর মে মাসে তামিলনাড়ুর রুদনগর জেলার শিবকাশীতে বিস্ফোরণ ঘটে। বাজি বানানোর ‘হাব’ হিসাবে গোটা দেশে পরিচিত এই এলাকা। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে। সেই বাজি কারখানার একটিতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ মহিলাও ছিলেন। ফের অক্টোবর মাসে একই ঘটনা ঘটে ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলের একটি বাজি কারখানায়। প্রাণ হারান ৯ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হয়।
  • ঘটে প্রাণহানিও। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের।
  • ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর এক বাজি কারখানা।
Advertisement