সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার মতো বড় নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এখনও দেশের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত শোনা যাচ্ছে৷ কিন্তু কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে এবার একই পথে হাঁটল অস্ট্রেলিয়া৷ ভেনেজুয়েলার পর অস্ট্রেলিয়াতেও কালো টাকার বিরুদ্ধে অভিযানে বাতিল হচ্ছে বড় নোট৷ ১০০ ডলারের নোট বাতিল করতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার৷
এবিসি রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার অর্থ দফতরের মন্ত্রী কেলি ও’ডেয়ার জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই মুহূর্তে সে দেশে ১০০ ডলারের নোটে ৩০০ মিলিয়ন ডলার বাজারে রয়েছে৷ মন্ত্রী জানিয়েছেন, সে দেশের জিডিপি-র প্রায় ১.৫ শতাংশই কালো টাকা৷ নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভেনেজুয়েলাও সম্প্রতি তাদের বড় নোট বাতিল করেছে৷ ১০০ বলিভারের নোট বাতিল করা হয়েছে কালো টাকার রমরমা রুখতে৷
The post মোদির দেখানো পথে হেঁটে বড় নোট বাতিল করছে অস্ট্রেলিয়াও appeared first on Sangbad Pratidin.