shono
Advertisement

Breaking News

কোটি টাকা খরচ করে রিও সফরে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

এবার কোনও নয়া বিতর্ক তৈরি হবে না তো? চিন্তায় রইল দেশবাসী৷
Published By: Sangbad Pratidin DigitalPosted: 05:10 PM Aug 14, 2016Updated: 05:38 PM Jul 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই পদক ঝুলি এখনও শূন্য৷ গোদের উপর বিষফোঁড়ার মতো আবার বিতর্ক তৈরি করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷ তাঁর কার্যকলাপে লজ্জায় মাথা কাটা গিয়েছিল দেশবাসীর৷ গেমস ভিলেজ ও খেলার কেন্দ্রের সংরক্ষিত এলাকায় হুটহাট ঢুকে ক্রীড়াবিদদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তিনি৷ ফলে সোশ্যাল মিডিয়া উঠেছিল সমালোচনার ঝড়৷ ভিন দেশে প্রতিযোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের জয়ের জন্য অনুপ্রেরণা দেওয়া তো দূর অস্ত, নিজেকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি৷

Advertisement

এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরেক মন্ত্রীর৷ রিও পাড়ি দেওয়ার আগেই সমালোচনার মুখে পড়লেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ৷ রবিবার ১০ দিনের জন্য রিও যাচ্ছেন তিনি৷ উদ্দেশ্য, ক্রীড়াবিদদের পদক জয়ে উদ্বুদ্ধ করা৷ আন্দাজ করতে পারেন, তাঁর এই সফরের জন্য কত অর্থ খরচ হতে চলেছে? এক কোটি টাকা! সরকারি অর্থের এমন অপচয় কোনওভাবেই মেনে নিতে পারছে না রাজনৈতিক মহল৷

হরিয়ানার স্পোর্টস নার্সারিগুলির প্রশিক্ষকরা গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না৷ অথচ কাজ থেকে ছুটি নিয়ে কোটি টাকা খরচ করে রিও যাচ্ছেন রাজ্যের মন্ত্রী৷ যে দেশে ক্রীড়াবিদরা অর্থের অভাবে সবরকম সুযোগ থেকে বঞ্চিত থাকেন, সেদেশে শুধুমাত্র প্রতিযোগীদের পাশে দাঁড়াতে কোটি টাকা খরচের অজুহাত কি সত্যিই খাটে?

দু'জন বিজেপি বিধায়ক, আপ্তসহায়ক-সহ মোট ন'জনকে নিয়ে ব্রাজিল যাচ্ছেন ভিজ৷ আর মজার বিষয় হল, এই দলের কেউই ক্রীড়াজগতের সঙ্গে কোনওভাবে যুক্ত নন৷ তাহলে কেন নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের? রিওয় গিয়ে সামনে থেকে ওলিম্পিকের মতো গ্রেটেস্ট শোয়ের সাক্ষী হতে? এমন প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে৷

আমেরিকা যেখানে ১০০০টি ওলিম্পিক সোনার মালিক হয়ে উঠেছে, সেখানে রিওতে ভারতের ভাঁড়ার এখনও শূন্য৷ তার মধ্যে এই ধরনের সমালোচনায় দেশের মুখ আরও পুড়ছে৷ এমনটাই মত বিশেষজ্ঞমহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement