shono
Advertisement
Paris Olympics medals

নিম্নমানের পদক নিয়ে অভিযোগ অ্যাথলিটদের, লজ্জা ঢাকতে বড় সিদ্ধান্ত অলিম্পিক কমিটির

অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছিল মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার আগে থেকেই।
Published By: Subhajit MandalPosted: 05:59 PM Jan 14, 2025Updated: 05:59 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক শেষ হওয়ার আগেই অভিযোগগুলি জমা হচ্ছিল। অলিম্পিক মেটার পর এ পর্যন্ত শতাধিক অ্যাথলিট অভিযোগ করে ফেলেছেন পদকের মান নিয়ে। যার ফলে স্বাভাবিকভাবেই লজ্জার মুখে পড়তে হয়েছে প্যারিস অলিম্পিক কমিটিকে। সেই লজ্জা ঢাকতে এবার সব নিম্নমানের পদক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

Advertisement

প্যারিস অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, সমস্ত নিম্নমানের পদক ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। মনি ডে প্যারিস নামের এক সংস্থা পদকগুলি বানিয়েছে। সেই সংস্থার সঙ্গে কাজ করছে অলিম্পিক কমিটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পদক ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে নতুন করে পদক ফেরানোর জন্য আবেদন করা যাবে।

অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছিল মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার আগে থেকেই। প্রথম সরব হন আমেরিকার অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক শেষ হওয়ার আগেই বিবর্ণ হয়ে গিয়েছে। ক্রমশ খারাপ হতে শুরু করেছে মেডেলের গুণমান। আসলে এবার অলিম্পিকে যে পদকটি দেওয়া হয়েছিল, তার ধাতুতে মেশানো হয় ঐতিহাসিক আইফেল টাওয়ারের অংশ। আইফেল টাওয়ারের ধাঁচ রাখা হয় পদকের মধ্যে। সে কারণেই হোক বা অন্য কোনও কারণে, পদক অলিম্পিক শেষের আগেই বিবর্ণ হওয়া শুরু করে। একে একে বহু অ্যাথলিট অভিযোগ করেন।

শেষ বাধ্য হয়ে অলিম্পিক কমিটি জানায়, এই পদকগুলো বদলে দেওয়া হবে। পদক প্রস্তুতকারী সংস্থা মনি ডে প্যারিস জানিয়েছে, আগস্ট মাস থেকেই পদক বদলানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই শ'খানেক অ্যাথলিট পদক বদলানোর আবেদন জানিয়েছেন। আগামী সপ্তাহ থেকে সবার পদক ফেরানো হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অলিম্পিক মেটার পর এ পর্যন্ত শতাধিক অ্যাথলিট অভিযোগ করে ফেলেছেন পদকের মান নিয়ে।
  • যার ফলে স্বাভাবিকভাবেই লজ্জার মুখে পড়তে হয়েছে প্যারিস অলিম্পিক কমিটিকে।
  • লজ্জা ঢাকতে এবার সব নিম্নমানের পদক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল প্যারিস অলিম্পিক কমিটি।
Advertisement