shono
Advertisement

Breaking News

এবার বড়পর্দায় আসছেন ছোট পর্দার নীল, প্রকাশ্যে ‘গুডবাই ভেনিস’ ছবির পোস্টার

ছবির গল্প মূলত ইতালিতে পাঁচ বন্ধুর রোডট্রিপ নিয়ে।
Posted: 03:44 PM Jun 09, 2023Updated: 03:46 PM Jun 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য এবার আসছেন বড়পর্দায়। গতকাল ছিল তাঁর জন্মদিন, এমন দিনেই সুখবর পাওয়া গেল। নীলাঞ্জন মুখোপাধ‌্যায় পরিচালিত ‘গুডবাই ভেনিস’ ছবির গল্প মূলত ইতালিতে পাঁচ বন্ধুর রোডট্রিপ নিয়ে। নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ছাড়া প্রধান চরিত্রে থাকছেন সৌরভ দাস, দর্শনা বণিক এবং দিব‌্যাশা দাস। সৌরভ ওটিটির দৌলতে প্রচণ্ড জনপ্রিয়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। যেখানে তাঁর কাজ প্রশংসা পেয়েছে। অন‌্যদিকে দর্শনাও ভাল কাজ করছেন। ফলে এই নতুন ছবি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে।

Advertisement

[আরও পড়ুন: জ্বলছে মণিপুর, মৃত্যুমুখে মা-বাবা! উড়েছে রাতের ঘুম, অভিনেত্রীর প্রশ্ন, ‘বলিউড চুপ কেন?’]

পঞ্চম একটি চরিত্রে কে থাকবেন ক্রমশ প্রকাশ‌্য। পাঁচ বন্ধুকে ঘিরে এই গল্প আবর্তিত হবে। ইতালিতে ছুটি কাটানোর পরিকল্পনা এবং সম্পর্কের ভাঙাগড়া এই ছবি জুড়ে থাকবে। আগামী বছরে মার্চে ছবিটি ফ্লোরে যাওরা কথা। শুটিং হবে ইতালিতে। পরিচালক নীলাঞ্জন জানান, ‘এই ছবি সিনেপ্রেমীদের মন জয় করবে এবং প্রত্যেকের জীবনের নানা ঘটনার সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করবে। প্রেম-বন্ধুত্ব এবং সম্পর্কের বাস্তব ছবি দেখা যাবে।’ পরিচালকের এটি প্রথম ছবি। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অর্ণব লাহা। সুর এবং সংগীত আয়োজন করবেন সৌম‌্য ঋত। ছবিটির অ‌্যালবামে থাকছে সৌম‌্য ঋতের লেখা এবং সুর করা পাঁচটি গান।

[আরও পড়ুন: ‘বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কাজলের ‘কালো পোস্টে’ তোলপাড় বলিউড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement