সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী ও শাসকদলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ট্যাবের বদলে টাকা দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন তিনি। তাঁর সাফ কথা, “এতেও দুর্নীতি হবে”।
প্রতিদিনই প্রাতঃভ্রমণে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকে রাজনীতি নিয়ে মন্তব্যও করেন প্রায় নিয়মিতই। অন্যান্য দিনের মতোই বুধবার সকালেও মর্নিং ওয়াকে বেরিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন সাংসদ। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের বদলে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওই পড়ুয়াদের তালিকায়ও নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে। আমফানের মতোই এখানেও দুর্নীতি হবে। এর কাটমানি যাবে ইলেকশন ফান্ডে।” এরপরই কাঁথিতে ফিরহাদ হাকিম ও সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলের পদযাত্রা প্রসঙ্গে বিদ্রুপ করে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “তৃণমূলের গুদামে যারা পড়েছিল তাদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে। যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা !”
[আরও পড়ুন: অমিত শাহকে পালটা, বোলপুরে মন্ত্রীকে আপ্যায়ণকারী বাউলের মেয়েকে সাহায্য ঘোষণা অনুব্রতর]
উল্লেখ্য, রাজ্যের তরফে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পড়াশোনার স্বার্থে দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়া হবে। পরবর্তীতে মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, এত সংখ্যক ট্যাব জোগাড় করা সম্ভব হচ্ছে না। সেই কারণে আগামী তিন সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে। যা দিয়ে তারা ট্যাব অথবা পড়াশোনায় ব্যবহারযোগ্য ফোন কিনতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তেরই সমালোচনা করেন রাজ্য বিজেপির সভাপতি।