shono
Advertisement

ফের পাকিস্তানে আক্রান্ত চিনা নাগরিক, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি

হামলার দায় স্বীকার করেছে বালুচ জঙ্গি সংগঠন।
Posted: 04:13 PM Aug 13, 2023Updated: 04:14 PM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) চিনা (China) ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বাকিরা আহত অবস্থায় পলাতক হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। ঘটনার দায় স্বীকার করেছে বালুচ জঙ্গি সংগঠন।

Advertisement

রবিবার গোয়াদরে ফকর ব্রিজের উপর সকাল সাড়ে ৯টা নাগাদ চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই ইঞ্জিনিয়াররা একটি চিনা নির্মাণ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ব্রিজের উপর বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কনভয়ের নিরাপত্তারক্ষীরা পালটা গুলি ছোড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, প্রায় ঘণ্টা দুয়েক সংঘর্ষ চলে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে।

[আরও পড়ুন: ‘কুকুরের জীবন চাইনি’, বলছেন সারমেয় হয়ে ওঠা যুবক!]

সংঘর্ষে দু’জন জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা। অন্য জঙ্গিরা আহত অবস্থায় পলাতক হয় বলে খবর। অন্যদিকে গুলির লড়াইয়ে আহত হয়েছেন দু’জন নিরাপত্তারক্ষী। টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সেতুর উপর বিস্ফোরণের দৃশ্য। সংঘর্ষের ঘটনায় শহরের একাধিক রাস্তায় যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিনা ইঞ্জিনিয়ারদের উপর হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। এদিকে এই ঘটনায় চিন্তিত পাকিস্তানের চিনা দূতাবাস। পরবর্তী নির্দেশ ছাড়া বালুচিস্তান এবং সিন্ধের বসবাসকারী চিনা নাগরিকদের ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর মে মাসে করাচি ইউনিভার্সিটিতে একটি আত্মঘাতী হামলায় চার জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে তিনজনই ছিলেন চিনা নাগরিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement