সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) চিনা (China) ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বাকিরা আহত অবস্থায় পলাতক হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। ঘটনার দায় স্বীকার করেছে বালুচ জঙ্গি সংগঠন।
রবিবার গোয়াদরে ফকর ব্রিজের উপর সকাল সাড়ে ৯টা নাগাদ চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই ইঞ্জিনিয়াররা একটি চিনা নির্মাণ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ব্রিজের উপর বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কনভয়ের নিরাপত্তারক্ষীরা পালটা গুলি ছোড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, প্রায় ঘণ্টা দুয়েক সংঘর্ষ চলে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে।