shono
Advertisement

হুড খোলা জিপে আগরতলা বরণ করল দীপাকে

দীপাকে বিশেষ সংবর্ধনা জানানো হবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে৷ The post হুড খোলা জিপে আগরতলা বরণ করল দীপাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:06 PM Aug 22, 2016Updated: 06:18 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ জুড়ে যখন সিন্ধু-বরণের ঘটা, তখন একই ছবি দেখা গেল আগরতলাতেও৷ প্রবল উচ্ছ্বাসে হুড খোলা জিপে চড়িয়ে দীপা কর্মকারকে স্বাগত জানাল ত্রিপুরা সরকার৷

Advertisement

দেশের জন্য পদক আনতে পারেননি দীপা৷ কিন্তু এবারের ওলিম্পিকে দেশের অ্যাথলিটদের প্রতি দৃষ্টি ঘুরিয়ে দেন তিনিই৷ একের পর এক হারের হতাশা যখন জাঁকিয়ে বসেছে দেশের ঘাড়ে, তখন তিনিই সারা দেশবাসীকে পদকজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন৷ যে প্রোদুনোভা ভল্ট বিশ্বের কোনও জিমন্যাস্ট দিতে সাহস পান না, সেই ভল্টকেই অবলম্বন করে বিশ্বকে তাক লাগিয়েছিলেন তিনি৷ যদিও পদক জয় তিনি করতে পারেননি, তবু তাঁর হাত ধরেই এবারের ওলিম্পিকে ভারতীয় নারীশক্তির বিশ্বজয়ের এক নয়া অধ্যায়ের সূচনা হয়েছিল বলা যায়৷ সেই দীপাকে আগরতলা বরণ করে নিল পূর্ণ মর্যাদায়৷ এদিন এয়ারপোর্ট থেকে তাঁকে হুড খোলা জিপে করে নিয়ে আসা হয়৷ বহু মানুষ মালা দিয়ে সম্মান জানান দেশের এই কৃতী নারীকে৷

এদিন ঘরে ফিরে রীতিমতো উচ্ছ্বসিত দীপা৷ পরিবারের সদস্যদের দেখে, বিশেষত বিমনবন্দরে তাঁর দিদিদের দেখেই ঝাঁপিয়ে পড়েন তিনি৷  তাঁর জন্য ভিড় করে আসা মানুষের ঢল দেখে উদ্বেল দীপা৷“আমি নানা কারণে রাস্তায় একসাথে অনেক মানুষ দেখেছি৷ কিন্তু এদিন যা দেখলাম তা অভূতপূর্ব৷”, জানিয়েছেন দীপার বাবা দুলাল কর্মকার৷ খুশির আনন্দের ঝিলিক দীপার মায়ের চোখেও৷ দীপা নিজে জানাচ্ছেন,  এ এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারব না৷ এতজন মানুষ রাস্তায় ভিড় করেছেন শুধু আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, এটা ভেবেই আনন্দ হচ্ছে৷

দীপাকে বিশেষ সংবর্ধনা জানানো হবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে৷

The post হুড খোলা জিপে আগরতলা বরণ করল দীপাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement