শেখর চন্দ্র, আসানসোল: বিজেপির ‘আমার মাটি, আমার দেশ’ কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ। উর্দিধারীদের দাবি, অনুমতি ছাড়াই মিছিল করে গেরুয়া শিবির। তাই আসানসোল জিটি রোডে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রা পলের। আটক আসানসোল দক্ষিণের বিধায়ক-সহ বহু বিজেপি কর্মী-সমর্থক।
বুধবার শনিমন্দির থেকে যোগীবাবা মন্দির পর্যন্ত বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল। পুলিশের দাবি অনুমতি নেই। তাই আসানসোল জিটি রোডে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তার জেরে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পল-সহ আরও অনেকে।
[আরও পড়ুন: Durga Puja 2023: বাংলার বুকেই ভাঙল দুর্গা প্রতিমা! দক্ষিণ দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য]
পুলিশ পরিস্থিতি সামাল দিতে অগ্নিমিত্রা পল-সহ বহু বিজেপি কর্মী-সমর্থককে আটক করে। এই মুহূর্তে আসানসোল দক্ষিণ থানায় রয়েছেন বিজেপি বিধায়ক। বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটক করার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে দফায় দফায় তৃণমূল পথ অবরোধ করছে। টায়ার জ্বালানো হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ বাধা দিচ্ছে না। কাউকে গ্রেপ্তারও করছে না। কিন্তু বিজেপি সাতদিন আগেই ‘আমার মাটি, আমার দেশ’ কর্মসূচির জন্য অনুমতি নিলেও, পুলিশ বাধা দিচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
দেখুন ভিডিও: