সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩২ বছর বাদে কাশ্মীরে ইতিহাস গড়েছিলেন শাহরুখ খান। ‘পাঠান’-এর দৌলতেই গোলাগুলি, বারুদের গন্ধ ঠাসা অশান্ত উপত্যকায় হলমুখো হয়েছিল কাশ্মীরের মানুষেরা। লম্বা লাইন দিয়ে শাহরুখ খানের সিনেমা দেখতে ঢুকেছিলেন তাঁরা। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। হট কেকের মতো বিকোচ্ছে বলিউড বাদশার ছবির টিকিট।
প্রসঙ্গত, ‘পাঠান’-এর জন্য দেশের ২২টি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলেছিল। কাশ্মীরের মানুষেরাও সিনেমার আমেজে মেতেছিল সেইসময়ে। ৮ মাস বাদে ‘জওয়ান’কে ঘিরেও সেই একইরকম উন্মাদনা উপত্যকায়। গত শুক্রবার অগ্রীম বুকিং শুরু হলেই অর্ধেক টিকিট বিক্রি হয়ে যায়। আর এবার অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও হাউজফুলের রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’ । বাদশার হাত ধরেই যে উপত্যকার একমাত্র মাল্টিপ্লেক্সের মালিকের ক্যাশবাক্স চাঙ্গা হয়েছে, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]
আইনক্স সিনেমা থিয়েটারের মালিক বিজয় ধর জানিয়েছেন, ‘জওয়ান’-এর অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে খুব ভাল সাড়া পাচ্ছি। বৃহস্পতিবারের শো তো হাউজফুল ইতিমধ্যেই। আশা করি, সপ্তাহান্তের টিকিটও সব বিক্রি হয়ে যাবে। উপত্যকার মানুষেরা শাহরুখ খানকে খুব সম্মান করেন। ‘পাঠান’ রিলিজের সময়ে তার প্রমাণ পেয়েছেন সকলে। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও ঝড়। সব বয়সের মানুষেরাই টিকিট কাটছেন। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ‘পাঠান’-এর সাফল্যের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছিল। ‘জওয়ান’-এর ক্ষেত্রেও যে এবার উপত্যকায় তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য।