shono
Advertisement
Donald Trump

ভরা স্টেডিয়ামে স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বন, 'প্রেমিক' ট্রাম্পের ছবি ভাইরাল

মেলানিয়াকে তো নিঃশ্বাস নেওয়ার সুযোগই দিচ্ছেন না, ছবি দেখে মত নেটিজেনদের।
Published By: Anwesha AdhikaryPosted: 10:40 AM Dec 20, 2024Updated: 11:44 AM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেতেই প্রকাশ্যে এসেছিল তাঁর প্রেমিক সত্ত্বা। বিজয় ভাষণ দিতে গিয়ে ভরা সভায় স্ত্রীকে কাছে টেনে নিয়ে গালে চুম্বন এঁকে দিয়েছিলেন। এবার ভরা স্টেডিয়ামও সাক্ষী থাকল তাঁদের ভালোবাসার। খেলা দেখার ফাঁকে জীবনসঙ্গিনীর ঠোঁটে ঠোঁট রাখলেন। নিমেষে ভাইরাল হল গভীর প্রেমের সেই ছবি।

Advertisement

কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আমেরিকার ভাবী প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন সবসময়েই চর্চায় থাকে। স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্ক, দুজনের দাম্পত্যের চড়াই-উতরাই, সমস্ত নিয়েই মুচমুচে গল্প ঘোরাফেরা করে ম্যাগাজিনের পাতায়। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিয়ে তাঁকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউ ইয়র্কের আদালতে। সেসময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া। এমনকী একসঙ্গে থাকছিলেনও না। তবে ট্রাম্প বা মেলানিয়া কেউই প্রকাশ্যে নিজেদের বিবাহিত জীবন নিয়ে মুখ খোলেননি।

কিন্তু এই সাময়িক বিচ্ছেদ মিটে যায় আমেরিকার নির্বাচনের পর। গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে জেতেন ট্রাম্প। তারপরেই বিজয় ভাষণের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে তাঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। তাঁর লড়াইয়ে সহধর্মিণীর ভূমিকার কথা উল্লেখ করেন। সেই দৃশ্য দেখেই আলোচনা শুরু হয়, তাহলে কি দূরত্ব ঘুচিয়ে ফের এক হচ্ছেন দুজনে?

সেই আলোচনার মধ্যে ভাইরাল হয়েছে মার্কিন প্রেসিডেন্টের একটি নতুন ছবি। দেখা যাচ্ছে, স্ত্রীকে নিয়ে বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছেন ট্রাম্প। সেই ভরা স্টেডিয়ামেই মেলানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছেন। ছবি দেখে কারোওর মতে, ৭৮ বছরেও প্রেমিক সত্ত্বা ধরে রেখেছেন ট্রাম্প। কেউ আবার বলছেন, মেলানিয়াকে তো নিঃশ্বাস নেওয়ার সুযোগই দিচ্ছেন না প্রেসিডেন্ট। সবমিলিয়ে নেটদুনিয়ায় হইচই ফেলেছে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার ভাবী প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন সবসময়েই চর্চায় থাকে। স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্ক, দুজনের দাম্পত্যের চড়াই-উতরাই, সমস্ত নিয়েই মুচমুচে গল্প ঘোরাফেরা করে ম্যাগাজিনের পাতায়।
  • গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে জেতেন ট্রাম্প। তারপরেই বিজয় ভাষণের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট।
  • স্ত্রীকে নিয়ে বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছেন ট্রাম্প। সেই ভরা স্টেডিয়ামেই মেলানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছেন।
Advertisement