সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ থেকে নক্ষত্রে পাড়ি দিয়েছেন পেলে। ৮২ বছরের কিংবদন্তির প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশ ভিন্ন পরিকল্পনা করেছে। কোনও দেশের ফুটবল সংস্থায় অর্ধনমিত রাখা হবে পতাকা তো কোথাও পালিত হবে শোক। ব্রাজিলে ইতিমধ্যেই সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে।
জানা গিয়েছে, আগামিকাল, রবিবার পর্যন্ত সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে রাখা থাকবে পেলের (Pele) নশ্বর দেহ। সোমবার সকালে সাও পাওলো থেকে শোভাযাত্রা করে ফুটবল সম্রাটকে নিয়ে যাওয়া হবে তাঁর ক্লাব স্যান্টোস এফসি-তে। স্যান্টোস এফসির ঘরের মাঠ ভিলা বেলভিরোতে সোমবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত রাখা হবে ফুটবল সম্রাটকে। এই ২৪ ঘণ্টায় পেলেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষও।
[আরও পড়ুন: সত্যি হল পূর্বাভাস, বড়দিনের পর বর্ষশেষেও বাড়ল বঙ্গের তাপমাত্রা]
স্টেডিয়ামের ২ ও ৩ নম্বর গেট থেকে অনুরাগীদের ঢোকা এবং ৭ ও ৮ নম্বর গেট থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার পেলের নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে ইকিউমেনিয়াল নেক্রোপলিস মেমোরিয়াল সিমেট্রিতে। সেখানেই পরিবারের অন্যদের পাশে শেষ শয্যায় শোয়ানো হবে তাঁকে।
পেলেকে শ্রদ্ধা জানাতে ফিফা তাদের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ফিফা (FIFA) অধীনস্থ ২১১টি দেশের ফেডারেশনও তাদের পতাকা অর্ধনমিত রাখবে। প্রয়াত পেলের প্রতি সম্মান জানাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সাতদিনের শোক পালনের কথা ঘোষণা করেছে। পালিত হবে সাতদিনের শোকও। অর্ধনমিত থাকবে এআইএফএফ ও সিবিএফ-এর পতাকা। একই পথে হাঁটছে মোহনবাগানও (Mohun Bagan)। যে ক্লাবে এক সময় কসমসের জার্সিতে খেলে গিয়েছেন পেলে। পাশাপাশি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মতোই পেলের নামে মোহনবাগান তাঁবুর একটি গেটের নামাঙ্করণ করা হবে। পেলের প্রয়াণের পর সে কথা জানান ক্লাব সচিব দেবাশিস দত্ত।