সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যালন ডি'অরের পর এবার 'ফিফা দ্য বেস্ট'। ফের বর্ষসেরার শিরোপা ফ্রান্সের উসমান দেম্বেলের মাথায়। এবারও মনোনয়ন পেয়ে 'বেস্ট' হতে পারলেন না স্পেনের লামিনে ইয়ামাল। তবে মহিলাদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। তিনি এবার ব্যালন ডি'অরও পেয়েছেন। তবে রাফিনহা কেন কোনও পুরস্কারই পেলেন না, সেই নিয়ে সরব বার্সেলোনা তারকার স্ত্রী। আর কে কী পুরস্কার পেলেন?
২০২৪-২৫ মরশুম দারুণ কেটেছে দেম্বেলের। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল পিএসজি। সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন। অ্যাসিস্ট ১৬টি গোলে। তাঁর দাপটে ম্লান বার্সেলোনার ইয়ামাল। অন্যদিকে মহিলাদের ফুটবলে 'বেস্ট' হয়েছেন আইতানা বোনমাতি। স্পেনের ফুটবলার এই নিয়ে টানা তিন বছর এই শিরোপা পেলেন।
ফিফার সেরা গোলকিপার হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির জিয়ানলুইজি দোনারুমা। তবে এই সাফল্যের ভিত্তি পিএসজি'তে খেলার জন্যই। ফ্রান্সের ক্লাবের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইটালির গোলকিপারের। মহিলাদের ফুটবলে সেরা গোলকিপার হয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন। পুসকাস অ্যাওয়ার্ড অর্থাৎ বছরের সেরা গোলের পুরস্কার পেলেন সান্তিয়াগো মন্তিয়েল। গত মে মাসে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে তাঁর ওভারহেড কিকের জন্য এই পুরস্কার পেলেন তিনি। পুরুষদের ফুটবলে সেরা কোচ পিএসজি'র লুইস এনরিকে।
তবে পুরুষদের 'সেরা' একাদশ নিয়ে বিতর্ক রয়েছে। এই দলে আছেন দোনারুমা, আছরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ভ্যান ভাইক, নুনো মেন্দেজ, কোল পামার, জুড বেলিংহ্যাম, ভিটিনহা, পেদ্রি, ইয়ামাল ও দেম্বেলে। ঠাঁই হয়নি বার্সেলোনার রাফিনহা বা লিভারপুলের মহম্মদ সালাহর। এর মধ্যে রাফিনহা গত মরশুমে ৬৪ ম্যাচে ৩৮টি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা ২৩টি। এই 'বঞ্চনা' নিয়ে রাফিনহার স্ত্রী নাতালিয়া রড্রিগেজের বক্তব্য, 'এরা এবার কিছুই লুকোচ্ছে না। রাফিনহা কি বাস্কেটবল খেলে? অন্যায় হচ্ছে।'
