সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে হোটেলের ঘরে হেনস্তার শিকার এয়ার ইন্ডিয়ার বিমানকর্মী। অভিযোগ, জোর করে ঘরে ঢুকে মহিলাকে শারীরিকভাবে হেনস্তা করে। ঘটনার সত্যতা স্বীকার করেছে বিমান সংস্থা। তবে কীভাবে, কে, কী উদ্দেশে ঘরে ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, ওই তরুণীকে ধর্ষণ করে হয়েছে। তবে তা নিয়ে বিমান সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে এয়ার ইন্ডিয়া জানায়, লন্ডনে আন্তর্জাতিক হোটেলের যে ঘরে তাদের সংস্থার কর্মী ছিলেন, সেখানে অবৈধভাবে প্রবেশ করা হয়। এই ঘটনায় সংস্থার কর্মীর উপর খুব খারাপ প্রভাব পড়েছে। সঙ্গে সঙ্গে তাঁর পাশে দাঁড়ায় সংস্থা। শুধুমাত্র সহায়তা নয়, কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়। সহকর্মীরা তাঁর পাশে রয়েছেন। কর্মীর হোটেলের ঘরে ঢুকে পড়ার ঘটনায় ক্ষুব্ধ বিমান সংস্থাটি।
[আরও পড়ুন: দলীয় পদ খোয়ালেন জেলবন্দি শাহজাহান, সন্দেশখালিতে নতুন ব্লক সভাপতি নিয়োগ তৃণমূলের]
জানা গিয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে একটি আন্তর্জাতিক হোটেলে ছিলেন ওই মহিলা বিমানকর্মী। এক নাইজিরিয়ান নাগরিক জোর করে তাঁর ঘরে ঢুকে পড়েছিলেন। ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে বলে দাবি সংবাদসংস্থার আইএএনএসের। তবে বিমানকর্মীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।