shono
Advertisement

পুরুষ নয়, শুধুমাত্র মহিলা বিমানকর্মীদের নিয়েই উড়ান ভরল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছিল এয়ার ইন্ডিয়া৷ The post পুরুষ নয়, শুধুমাত্র মহিলা বিমানকর্মীদের নিয়েই উড়ান ভরল এয়ার ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Mar 05, 2017Updated: 09:14 AM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “হাম ভি কিসিসে কম নহি৷” চোখে মুখে এমন আত্মবিশ্বাস নিয়েই নজির গড়লেন একদল সাহসী মহিলা৷ ফের নারীশক্তি তাক লাগিয়ে দিল গোটা দুনিয়াকে৷ এবার আকাশ পথে৷ কোনও পুরুষ নয়, শুধুমাত্র মহিলা ক্রু নিয়ে সান ফ্রান্সিসকো পাড়ি দিল এয়ার ইন্ডিয়ার বিমান৷ প্রথমবার এই সংস্থার কোনও বিমান পুরুষ বিমানকর্মী ছাড়াই উড়ে গিয়েছিল নিজের গন্তব্যে৷ আবার নিরাপদে ফিরেও আসে৷

Advertisement

(শিশুপাচার কাণ্ডে চন্দনার নয়া দুই ঠিকানার হদিশ পেল সিআইডি)

বিবিসি সূত্রে খবর, গত সোমবার রাজধানী দিল্লি থেকে রওনা দিয়েছিল এই যাত্রীবাহী বিমানটি৷ শুক্রবার সান ফ্রান্সিসকো থেকে ফের রাজধানীতে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান৷ জানা গিয়েছে, বোয়িং ৭৭৭-এর বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে মার্কিন মুলুকে প্রবেশ করেছিল৷ আর ফেরার সময় আটলান্টিক অতিক্রম করেছিল সেটি৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পর্যন্ত সকলেই ছিলেন মহিলা৷ যাত্রীদের উড়ানের সবরকম দায়িত্ব দক্ষ হাতে পালন করতে সফলও হন তাঁরা৷ আর সেই কারণেই এই অভিনব সফরকে গিনেস বুকে অন্তর্ভূক্ত করতে চায় বিমান সংস্থাটি৷ ইতিমধ্যেই এ বিষয়ে আর্জিও জানিয়েছে এয়ার ইন্ডিয়া৷

(চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন)

আগামী ৮ মার্চ বিশ্ব জুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারীদিবস৷ সেই উপলক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছিল এয়ার ইন্ডিয়া৷ তবে মহিলাদের নিয়ে এর আগেও ভেবেছে এই সংস্থা৷ গত জানুয়ারিতে নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানে ছ’টি আসন আলাদাভাবে মহিলাদের জন্য সুরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিল৷

The post পুরুষ নয়, শুধুমাত্র মহিলা বিমানকর্মীদের নিয়েই উড়ান ভরল এয়ার ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement