shono
Advertisement

বেতন না পেয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা

বেতন সমস্যা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সংস্থার কর্তারা৷ The post বেতন না পেয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:50 PM Jun 08, 2018Updated: 09:05 PM Jun 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন না পেয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা৷ অভিযোগ, জুন মাসের আট দিন কেটে গেলেও এখনও মে মাসের বেতন পাননি এয়ার ইন্ডিয়ার কর্মীরা৷ আগাম কোনও ঘোষণা ছাড়া বেতন আটকে যাওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন ২৬ হাজার ৯৭৮ জন কর্মী৷ মে মাসের বেতন না পেয়ে এবার সরাসরি যাত্রীদের সঙ্গে অসহযোগিতার ডাক দিয়েছেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা৷ রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার কর্মীদের এহেন বিদ্রোহের জেরে রীতিমতো নাকাল হচ্ছেন যাত্রীরা৷ কর্মীদের দাবি, অবিলম্বে তাঁদের বেতন দেওয়ার ব্যবস্থা না করা হলেও আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রাখা হয়েছে৷ তবে, মাসের শুরুর আট দিন পরও কেন কর্মীদের বেতন দেওয়া হল না, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সংস্থার কর্তারা৷

Advertisement

এয়ার ইন্ডিয়া কর্মী ইউনিয়ন আইসিপিএ’র তরফে হুমকি দেওয়া হয়েছে, কর্মীদের পরিশ্রমের টাকা মেটানো না হলে যাত্রীদের সঙ্গে অসহযোগিতার পাশাপাশি, কর্মবিরতিও ডাকা হতে পারে৷ ইতিমধ্যেই সংগঠনের তরফে উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থাকে চিঠি পাঠিয়ে তাদের অসহযোগিতার কথা জানানো হয়েছে৷ দ্রুত বেতন দেওয়া না হলে বড়সড় আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে বলে খবর৷

[পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

কর্মীদের অভিযোগ, জুন মাসের শুরুর এক সপ্তাহ কেটে গেলেও এখনও কর্মীদের বেতন মেটায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ মে মাসের বেতন কবে পাওয়া যাবে, সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি এয়ার ইন্ডিয়া৷ ফলে, মাসভর শ্রম দেওয়ার পর বেতন না পাওয়ায় চূড়ান্ত দুর্ভোগে এয়ার ইন্ডিয়ার প্রায় কয়েক হাজার কর্মী৷

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে নগদ অর্থের জোগান কমে যাওয়ার কারণে কর্মচারীদের বেতন দিতে দেরি হয়ে যাচ্ছে বলে এয়ার ইন্ডিয়ার এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন৷ প্রশ্ন উঠছে, অর্থের জোগান না থাকার অজুহাত দিয়ে কেন বেতন আটকে দিল কর্তৃপক্ষ? সংস্থার লাভ-লোকসানের দায়ও কী এবার কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিতেই কি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত? তাহলে, বেতন বিভ্রাট নিয়ে আগাম কেন জানানো হল না কর্মীদের? প্রশ্ন তুলছেন কর্মীদের একাংশ৷

প্রতি মাসে ৩০-৩১ তারিখে অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পান কর্মীরা৷ কিন্তু, জুনের সাত তারিখ হয়ে গেলেও বেতন না মেলায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন বিমান কর্মীরা৷ মাসের শুরুতে বেতন পাওয়ার অভ্যাস ও ইএমআইয়ের চাপ-সহ সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে কর্মীদের কাছে৷

[অমিতের সাক্ষাতে মিলছে ফল, জোটে থাকারই ইঙ্গিত শিব সেনার]

এমনিতেই, আন্তর্দেশীয় উড়ান পরিষেবা দিতে গিয়ে ভরতুকির বহর বেড়েছে৷ ফলে, দিনের দিন বেড়েছে ক্ষতির অঙ্ক৷ এয়ার ইন্ডিয়াকে চাঙ্গা করতে দরপত্র ছাড়ার প্রস্তাবে সম্মতিও দিয়ে দিয়েছে কেন্দ্র৷ কিন্তু, রাষ্ট্রায়ত্ত এই উড়ান সংস্থাটি কেনার পক্ষে জোরদার কোনও সওয়াল এখনও পাওয়া যায়নি৷ ফলে, পরিস্থিতি আরও যে বেগতিক হতে চলেছে, তা কিছুটা হলেও টের পেয়েছিলেন কর্মীরা৷ পরিসংখ্যান বলছে, এয়ার ইন্ডিয়ায় চাকরি করেন মোট ২৬,৯৭৮ জন। বিমানের সংখ্যা ১১৫। অর্থাৎ, গড়ে বিমান-পিছু কর্মীর সংখ্যা ২৩৫ জন। ইন্ডিগোতে বিমান পিছু কর্মীর সংখ্যা ১১১, জেটে ১৪২, স্পাইসজেটে ১৪০। বিমানের অনুপাতে কর্মী সংখ্যা ও খরচের বহরও বেশি৷ ফলে, লোকসানে চলতে থাকা এই সংস্থার এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ব্যায় সঙ্কোচন৷ আর সেই লক্ষ্যেই কি বেতন আটকে দেওয়ার সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন৷

The post বেতন না পেয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement