shono
Advertisement

দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট, বিরক্ত তৃণমূল সাংসদরা

এয়ার ইন্ডিয়ার তরফে কিছু জানানো হয়নি৷
Posted: 01:23 PM Jul 30, 2018Updated: 01:53 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সকাল ১০টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ‘এআই ০২১’ নম্বর বিমান দিল্লি পাড়ি দেওয়ার কথা ছিল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই বিমানে যাওয়ার কথা ছিল আরও চার তৃণমূল সাংসদের৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও উমা সোরেন নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছান৷ কিন্তু নির্দিষ্ট সময়ের পর প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও বিমান না ছাড়ায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদরা৷

Advertisement

[বাসে চোরের উপদ্রব, সচেতনতা বাড়াতে প্রচার পুলিশের]

নির্ধারিত সময়ের পর প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা নেই৷ তাদের তরফে তৃণমূল সাংসদদের কিছুই জানানো হয়নি৷ বিমান ছাড়ছে না কেন, সে বিষয়েও কিছুই বলা হয়নি৷ যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে বিমান ছাড়া হচ্ছে না, সে বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷  

[দমদম বিমানবন্দরে অভিনব কায়দায় গুঁড়ো সোনা পাচারের পর্দাফাঁস]

এদিকে, সোমবার বিকেলের বিমানে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার আগেই দিল্লি পৌঁছানোর কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ চার তৃণমূল সাংসদের৷ এবার দিল্লি সফরে অবিজেপি দলগুলির সঙ্গে কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ইতিমধ্যেই নবান্নে এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা৷ কনস্টিটিউশন ক্লাবে এক আলোচনা সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজধানীর সেন্ট স্টিফেন্স কলেজেও মমতার কর্মসূচি ছিল৷ যদিও তা বাতিল হয়ে গিয়েছে৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন, শিকাগো সফরও শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল৷ একের পর এক সফর ও কর্মসূচি বাতিলের নেপথ্যে যদিও বিজেপির রাজনীতিকেই দায়ী করেছে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement