shono
Advertisement

Breaking News

বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। The post বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Oct 25, 2019Updated: 05:18 PM Oct 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশীরভাগ মানুষই সুনিশ্চিত জীবনের জন্য হন্যে হয়ে সরকারি চাকরির খোঁজ করেন। বেসরকারি হলেও মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মী হতে চান কেউ কেউ। কিন্তু আপনি কি চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যতিক্রমী?আকাশপথে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। আপাতত পাঁচ বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে। তবে ওই কর্মীর কাজের ভিত্তিতে পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়তে পারে। আগ্রহী প্রার্থীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার(জেনারেল অ্যাডমিন/ফিনান্স/এমএমডি)
শূন্যপদ: ১৭০টি

শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার ন্যূনতম ৬ মাসের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা বাঞ্ছনীয়।
৩. এয়ারক্র্যাফ্ট মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলেও সেই প্রার্থী এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, রইল আবেদনের খুঁটিনাটি]

আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
//aiesl.airindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ৫ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে। এরপর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের ফি:
ফি হিসাবে ব্যাংকে সাধারণ (জেনারেল) প্রার্থীদের ১০০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০০ টাকা।  

নিয়োগের পদ্ধতি:
নানা পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের আপাতত পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে ওই কর্মীর কাজের ভিত্তিতে পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

বেতন:
সফল প্রার্থীরা ১৯ হাজার ৫৭০ টাকা বেতন পাবেন।

The post বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement