সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার জন্য বাতিল হয়েছে বিমান। প্রচণ্ড গরমের মধ্যে এসি ছাড়াই অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। ফলে বিমানের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। গোটা ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া। কারণ ওই উড়ান সংস্থার বিমান বাতিল হয়েই বিপত্তি।
জানা গিয়েছে, বৃহস্পতিবারের দিল্লি (Delhi) থেকে সানফ্রান্সিসকোগামী বিমানটি বাতিল করে এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থার তরফে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে। বিকল্প বিমান ধরার জন্য উড়ানে বসেই অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। অন্তত ২৪ ঘণ্টা তাঁদের ওইভাবেই গরমের মধ্যে বসে থাকতে হয়েছে বলে অভিযোগ।
[আরও পড়ুন: ভোটের পর বিহারে ফের নীতীশের পাল্টি, ইঙ্গিত তেজস্বীর]
গত কয়েকদিনে প্রবল গরমে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন দিল্লির আমজনতা। তাপমাত্রা ৫০-এর কাছে পৌঁছে গিয়েছে। এহেন পরিস্থিতিতে অপেক্ষা করতে বাধ্য হন এয়ার ইন্ডিয়া (Air India) বিমানের যাত্রীরা। গরমের মধ্যে বিমানের এসিও চালানো হয়নি বলে অভিযোগ। প্রচণ্ড গরমের মধ্যে জ্ঞান হারান বেশ কয়েকজন। তাঁদের অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় তুলে ধরেন শ্বেতা পুঞ্জ নামে এক সাংবাদিক। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও ট্যাগ করেন তিনি।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দীর্ঘ ভোগান্তির পর যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়। উড়ান সংস্থার তরফে জানানো হয়, যাত্রীদের বিমানভাড়া ফেরত দেওয়া হবে। তবে এই প্রথম নয়, চলতি মাসে একইভাবে বাতিল হয়েছিল এয়ার ইন্ডিয়ার মুম্বই-সানফ্রান্সিসকো বিমান। সেবারও বিমানের মধ্যে ছঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল যাত্রীদের। লাগাতার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। যদিও ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছে তারা।
[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল না থাকলেও অসন্তুষ্ট নয় কংগ্রেস, বোঝালেন খাড়গে]