সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে ভারত থেকে আমেরিকাগামী ৬০টি উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া। বাতিল হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে দিল্লি-শিকাগো, দিল্লি-সান ফ্রান্সিসকোর মতো গুরুত্বপূর্ণ রুট। এর ফলে যাত্রীদের সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
একটি বিবৃতি পেশ করে সংস্থার তরফে এই বিষয়ে জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে বিমানের ঘাটতি হওয়ায় টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া প্রায় ৬০টি ভারত-মার্কিন উড়ান বাতিল হচ্ছে এই বছরের নভেম্বর ও ডিসেম্বরে। ভ্রমণের এই প্রবল চাহিদার সময়ে উড়ানগুলি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সান ফ্রান্সিসকো ও শিকাগোগামী বিমানও।
জানা গিয়েছে, এর মধ্যে দিল্লি থেকে শিকাগো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটনগামী যথাক্রমে ১৪টি, ২টি, ২৮টি, ১২টি এবং ২৮টি উড়ান বাতিল হয়েছে। বাতিল মুম্বই থেকে নিউ ইয়র্কগামী চারটি উড়ানও। ডিসেম্বরের শেষে ক্রিসমাস। ফলে আগামী দুমাস এদেশ থেকে আমেরিকাগামী বিমানে যাত্রীদের চাপ থাকবে। সেই পরিস্থিতিতে এতগুলি উড়ান বাতিল হওয়ায় নিঃসন্দেহে বিরাট সমস্যায় পড়তে হবে পর্যটকদের।