shono
Advertisement

মহিলা যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা আনছে এয়ার ইন্ডিয়া

বিশ্বের ইতিহাসে এই প্রথম। The post মহিলা যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা আনছে এয়ার ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Jan 17, 2017Updated: 01:39 PM Aug 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরক্ষার কথা মাথায় রেখে মহিলা যাত্রীদের জন্য এবার আসন সংরক্ষিত করছে এয়ার ইন্ডিয়া। অন্তর্দেশীয় রুটে তাদের সব বিমানেই এই পরিষেবা মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিমানে আলাদা করে ছ’টি আসন থাকবে। যা শুধুমাত্র মহিলাদের জন্য। ১৮ জানুয়ারি থেকেই  এই পরিষেবা চালু হচ্ছে। এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না। বাস, ট্রাম  বা মেট্রোর মতো এবার প্লেনেও থাকবে ‘লেডিজ সিট’। যেসব মহিলা একা বিমানে সফর করেন তাঁদের নিরাপত্তাকে মজবুত করতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। বিশ্বের ইতিহাসে যা এই প্রথম।

Advertisement

সম্প্রতি, এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্ক বিমানে এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে এক সহযাত্রী। এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ওঠে।কিছুদিন আগে ওমান থেকে দিল্লিগামী এক বিমানেও বিমানসেবিকার শ্লীলতাহানি করে এক যাত্রী। প্রশ্ন ওঠে, বিমানে মেয়েদের নিরাপত্তা নিয়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মীনাক্ষী মালিক জানান, “মহিলা যাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। পাশাপাশি প্লেনে সফর করার সময় তাঁরা যেন স্বাচ্ছন্দ্য পান সে দিকটাও সবসময় খেয়াল রাখা হয়।” সেই স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখেই এবার অভিনব সিদ্ধান্ত নিল তারা। মীনাক্ষী মালিক জানান, “যেসব মহিলারা একা সফর করেন, তাঁদের কথা মাথায় রেখে আমরা কিছু আলাদা সিট রাখছি।”

The post মহিলা যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা আনছে এয়ার ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement